তোপের মুখে স্বাধীন খসরু

2 hours ago 2

অভিনেতা স্বাধীন খসরু নিজের সোশ্যাল হ্যান্ডেলে দেশের এক নারী উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর ভাষার একটি ভিডিও পোস্ট করার পর তীব্র সমালোচনার মুখে পড়েছেন। তার ওই ভিডিও ভাইরাল হয়। 

বৃহস্পতিবার (২২ আগস্ট) প্রকাশিত তার এমন বক্তব্যে নেটিজেনদের পাশাপাশি নাট্যাঙ্গনের অনেকেই বিষয়টি মেনে নিতে পারছেন না। তাদের মতে, একজন শিল্পীর কাছ থেকে এ ধরনের অশালীন মন্তব্য কখনোই কাম্য নয়; বরং শিল্পীরা সমাজের জন্য ইতিবাচক বার্তা দেবেন, সেটিই প্রত্যাশিত।

কিন্তু স্বাধীন খসরুর এমন আচরণে নাট্যাঙ্গনের মানুষ বিস্মিত হয়েছেন এবং হতাশাও প্রকাশ করেছেন। বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে তার এই ভিডিওটি ঘিরে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। 

অনেকেই বলছেন, ব্যক্তিগত মতপ্রকাশের স্বাধীনতা থাকলেও নারীর প্রতি অবমাননাকর ও আপত্তিকর ভাষা ব্যবহার করা একেবারেই অগ্রহণযোগ্য। এ ঘটনায় স্বাধীন খসরুকে শাস্তিমূলক ব্যবস্থার আওতায় আনার দাবিও উঠেছে।

অন্যদিকে এ বিষয়ে এখন পর্যন্ত অভিনেতা নিজে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি।

Read Entire Article