তোমরা খেলতেই জানো না, মাসুদদের ধুয়ে দিলেন শেহজাদ

1 month ago 10

পাকিস্তানের বিপক্ষে আগে জয়ই ছিল না বাংলাদেশের। এবার সেই বাংলাদেশই কিনা পাকিস্তানকে করলো ধবলধোলাই! পাকিস্তানকে তাদেরই মাটিতে গিয়ে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ হারিয়ে এসেছে বাংলাদেশ। যা অনেক পাক ক্রিকেটারের কাছে হজম করার মতো নয়।

সিরিজ হারের পর পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি ও ক্রিকেটারদের ধুয়ে দিয়েছেন সাবেক ওপেনার আহমেদ শেহজাদ।

শেহজাদ বলেন, ‘পাকিস্তানকে তাদের নিজেদের মাঠেই হোয়াইটওয়াশ করে দিয়েছে বাংলাদেশ। তোমরা তো লড়াইও করতে পারোনি। বাংলাদেশের পরিস্থিতি ভালো ছিলো না (রাজনৈতিক অস্থিরতা এবং সহিংসতা ছিল)। দলটি পাকিস্তানে সিরিজের জন্য নিজেদের দেশে অনুশীলনও করতে পারেনি। তারপরও ব্যাটিং-বোলিং সব ক্ষেত্রেই তাদের আধিপত্য। টেস্ট ক্রিকেট খেলার জন্য যে দৃঢ়তা প্রয়োজন তা তারা পাকিস্তানকে শিখিয়েছে। তাদের বোলাররা পাকিস্তানকে শিখিয়েছে শৃঙ্খলা কাকে বলে। তোমরা তো খেলাই জানো না।’

পাকিস্তানের অধিনায়ক শান মাসুদ সিরিজ হারের পর পিচ ও কন্ডিশনের কথা বলেছিলেন। এ বিষয়ে শেহজাদ বলেন, ‘আপনারা পিচ নিয়ে প্রশ্ন তুললেন। অথচ বাংলাদেশি ব্যাটাররা ব্যাট করার সময় মনে হলো ফ্ল্যাট পিচ। বাংলাদেশ দেশ হিসেবে কত কঠিন একটা সময় পার করছে। তারা ক্রিকেটকে অনেক ভালোবাসে। এই জয় তাদের সমর্থকদের জন্য অনেক আনন্দের, অনুপ্রেরণার বিষয়। এই কঠিন সময়ে দেশের মানুষের জন্য যা করা সম্ভব ছিল, বাংলাদেশের ক্রিকেটাররা করেছে।’

সম্প্রতি পিসিবির বিরুদ্ধে পক্ষপাতিত্ব, মিথ্যা প্রতিশ্রুতি ও স্বজনপ্রীতির অভিযোগ তোলেন শেহজাদ। প্রতিবাদসরূপ তিনি ঘরোয়া ক্রিকেট প্রযোগিতায় ‘চ্যাম্পিয়নস কাপ’ আসর বর্জন করেন তিনি।

Home turf humiliationBangladesh whitewash Pakistan#PAKvsBAN #PakistanCricket pic.twitter.com/8FYe1xY6kI

— Ahmad Shahzad (@iamAhmadshahzad) September 3, 2024

এবার বোর্ডের বিরুদ্ধে অপরাজনীতির অভিযোগ আনেন শেহজাদ। অনেক ক্রিকেটারকে ছাঁটাই করার পরামর্শও দেন তিনি।

শেহজাদ বলেন, ‘এই হারে যেন কিছুই যায় আসে না, ওদের কাছে এটা খুব স্বাভাবিক। যেন কৌতুক চলছে। ভারত ক্রিকেট থেকে রাজনীতিকে দূরে রাখে। তোমরা ক্রিকেটে বসে রাজনীতি করো। কষ্ট লাগে এসব দেখে। বিতর্কিত লোক, ফিটনেস কম, গ্রুপিং করে, অধিনায়ক হতে চায়- ওদের দল থেকে বাদ দাও। এটাই ওদের প্রাপ্য। তা না হলে পাকিস্তান এভাবেই খেলতে থাকবে। মানুষ এত ক্ষিপ্ত হবে যে, ঘেরাও করে বসবে।’

এমএইচ/জিকেএস

Read Entire Article