থাই ওপেনে দুই পদক জিতলেন বাংলাদেশের সাঁতারু সামিউল

2 days ago 9

বাংলাদেশের সাঁতারু সামিউল ইসলাম রাফি দুই বছর ধরে উচ্চতর ট্রনিং করছেন থাইল্যান্ডে। সেখানে তিনি অংশ নিয়েছিলেন থাই ওপেনে। শনিবার ১০০ মিটার ব্যাকস্ট্রোকে ব্রোঞ্জ জেতা সামিউল রোববার ৫০ মিটারে জিতেছেন রৌপ্য পদক।

৫০ মিটার ব্যাকস্ট্রোকে রৌপ্য জিততে সামিউল ইসলাম রাফি সময় নিয়েছেন ২৭.১৭ সেকেন্ড। যা তার ক্যারিয়ারসেরা টাইমিং। ৫০ মিটার ব্যাকস্ট্রোকে টাইমিং ছিল ২৭.২০ সেকেন্ড। থাই ওপেনের এই ইভেন্টে ২৬.৫৬ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ জেতেন স্বাগতিক সাঁতারু তোনাম। আর ব্রোঞ্জ জেতা তুর্কমিনিস্তানের গুরবানের টাইমিং ছিল ২৭.২০ সেকেন্ড।

১০০ মিটার ব্যাকস্ট্রোকে ব্রোঞ্জ জিততেও ক্যারিয়ারসেরা টাইমিং করেছেন সামিউল। তাঁর সময় লেগেছে ৫৮.৯০ সেকেন্ড। এত দিন তাঁর সেরা টাইমিং ছিল ৫৮.৯৫ সেকেন্ড। ১০০ মিটার ব্যাকস্ট্রোকে সোনা জেতা থাই সাঁতারুর টাইমিং ছিল ৫৬.৯৩ আর রুপা জেতা হংকংয়ের সাঁতারুর টাইমিং ৫৭.৮৪।

আরআই/আইএইচএস/

Read Entire Article