থাইল্যান্ডকে হেসেখেলে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

3 months ago 45

বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের টানা চতুর্থ শিরোপা জয়ের হাতছানি বাংলাদেশের সামনে। আর মাত্র একটি ম্যাচ। সে ম্যাচটি ফাইনাল। আগামীকাল (সোমবার) ফাইনালমঞ্চের এক প্রতিপক্ষ বাংলাদেশ। রোববার ফাইনাল নিশ্চিত করেছে স্বাগতিকরা।

মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে দিনের প্রথম সেমিফাইনালে হেসেখেলেই থাইল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ। ৩টি লোনাসহ বাংলাদেশের জয় ৪১-১৮ পয়েন্টে। প্রতিপক্ষ তেমন চ্যালেঞ্জই জানাতে পারেনি লাল-সবুজ জার্সিধারীদের। প্রথমার্ধে বিজয়ী দল ২৩-৮ পয়েন্টে এগিয়ে ছিল।

দারুণ ক্রীড়াশৈলী প্রদর্শন করে ম্যাচসেরার পুরস্কার জিতে নিয়েছেন বাংলাদেশের তারকা রেইডার অধিনায়ক আরদুজ্জামান মুন্সি। প্রতিপক্ষের কাছ থেকে তিনি একাই তুলে আনেন ১১টি পয়েন্ট।

গত আসরের দুই সেমিফাইনালিস্ট এবারো পরস্পরের বিরুদ্ধে আজ মুখোমুখি হয়। গত আসরের সেমিফাইনালে থাইল্যান্ডকে ৪৫-২৬ পয়েন্ট ব্যবধানে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছিল বাংলাদেশ।

ম্যাচ শুরুর ১২ সেকেন্ডেই বোনাসসহ থাইল্যান্ডের কাছ থেকে ৪ পয়েন্ট তুলে আনেন আরদুজ্জামান। খেলার ষষ্ঠ মিনিটে প্রথম লোনা অর্জন বাংলাদেশের। এ সময় ১০-১ পয়েন্ট এগিয়ে ছিল বাংলাদেশ। ১৯ মিনিটে ম্যাচের দ্বিতীয় লোনা বাংলাদেশের। আরদুজ্জামান, মিজানুররা এগিয়ে ছিল ২৩-৭ পয়েন্ট ব্যবধানে। প্রথমার্ধে বাংলাদেশের সামনে দাঁড়াতেই পারেনি থাইল্যান্ড।

প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও বাংলাদেশের সামনে অসহায় আত্মসমর্পন থাইল্যান্ডের। খেলাশেষে ম্যাচসেরা বাংলাদেশের অধিনায়ক বলেন, 'চতুর্থবারের মতো আমি বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডিতে খেলছি। প্রথম আসরে তিনবার ম্যাচসেরা, দ্বিতীয় আসরে একবার, তৃতীয় আসরে ম্যাচসেরা না হলেও এবার চতুর্থবার আসরে ৬ ম্যাচের মধ্যে ২ বার ম্যাচসেরার পুরস্কার জিতেছি। আমি সেরা হয়েছি এটা বড় কথা নয়। দল সেমিফাইনালে জিতে ফাইনালে উঠেছে এটাই আমার সবচেয়ে বড় পুরস্কার। সেমিফাইনালেও মতো ফাইনালেও আমরা জিততে চাই। দেশকে আরেকবার শিরোপা রঙে রাঙাতে চাই।'

বাংলাদেশের কোচ আব্দুল জলিল বলেন, 'ছেলেরা দারুণ খেলেছে। তাদের পারফরম্যান্সে আমি সন্তুষ্ট। পুরো টুর্নামেন্ট অর্থাৎ গ্রুপপর্ব থেকে সেমিফাইনাল ৬ ম্যাচে দুর্দান্ত খেলেছে দল।'

আরআই/আইএইচএস/

Read Entire Article