থাইল্যান্ডের দক্ষিণ-মধ্যাঞ্চলে পুলিশের একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিন জন নিহত হয়েছেন। শনিবার (২৪ মে) এ দুর্ঘটনা ঘটে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।
জানা গেছে, কানচানাবুরি পুলিশ এভিয়েশন ইউনিটের একটি 'বেল ২১২' মডেলের হেলিকপ্টার প্রাচুয়াপ খিরিখান প্রদেশের একটি গ্রামের কাছে ভূপাতিত হয়।
এক বিবৃতিতে রয়্যাল থাই পুলিশ জানিয়েছে, হেলিকপ্টারটিতে থাকা দুই পাইলট ও এক যান্ত্রিক কর্মী মারা গেছেন।... বিস্তারিত