অভিজিৎ চৌধুরী দেশের স্বনামধন্য একজন আধুনিক চিত্রশিল্পী। বাংলাদেশের শিল্পচর্চার যে যাত্রা, তিনি তার একজন পরম্পরাগত অভিযাত্রী। নব্বইয়ের দশকে তার উন্মেষ। যাত্রার শুরু থেকে চিত্রকলার নানা পথ ও পন্থায় তিনি নিজেকে সৃষ্টিশীলতায় জারি রেখেছেন।
১৯৯৫ থেকে ২০২২ সাল নাগাদ দেশে-বিদেশে তিনি পনেরোটি একক প্রদর্শনী করেছেন। এছাড়াও শতাধিক যৌথ প্রদর্শনীতে অংশ নিয়েছেন।
এবার শিল্পীর ১৬তম একক চিত্রপ্রদর্শনী... বিস্তারিত