থানচিতে নৌকাডুবির দু’দিনেও খোঁজ মেলেনি দুই স্কুলছাত্রীর

3 months ago 35

বান্দরবানের থানচিতে স্কুলে যাওয়ার সময় নৌকাডুবিতে নিখোঁজের দুই দিনেও খোঁজ পাওয়া যায়নি দুই শিক্ষার্থীর।

বুধবার (৩ জুলাই) দুপুরে থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মামুন বিষয়টি নিশ্চিত করেন।

নিখোঁজ শান্তি রানি ত্রিপুরা (১০) ২নং তিন্দু ইউপির ৫ নম্বর ওয়ার্ড হরিশ চন্দ্র পাড়া এলাকার মুতিজন ত্রিপুরার মেয়ে ও ফুলবাণী ত্রিপুরা (৯) একই এলাকার নিহ্লা প্রু ত্রিপুরার মেয়ে।

স্থানীয়রা জানায়, গত ১ জুলাই সকালে উপজেলার তিন্দু ইউনিয়নের পদ্মমুখ সংলগ্ন চিংড়ি ঝিরি এলাকা থেকে নৌকায় নদী পার হয়ে স্কুলে যাওয়ার পথে প্রবল স্রোতে নৌকাডুবির ঘটনা ঘটে। এতে নৌকায় থাকা অন্যরা সাঁতাতে তীরে পৌঁছালেও স্কুলছাত্রী শান্তি রানি ত্রিপুরা (১০) ও ফুলবাণী ত্রিপুরা (৯) নিখোঁজ হয়। সেই থেকে তাদের উদ্ধারে বিভিন্ন প্রচেষ্টা চালিয়েও খোঁজ পাওয়া যায়নি।

থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মামুন বলেন, মঙ্গলবার সারাদিন ঘটনাস্থলে গিয়ে থানচি ফায়ার সার্ভিস, উপজেলা চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যানসহ স্থানীয়দের নিয়ে উদ্ধারের চেষ্টা চালিয়েও নিখোঁজ ছাত্রীদের সন্ধান পাওয়া যায়নি। ঘটনাস্থল থেকে পানির স্রোত নিম্নগামী হওয়ায় ধারণা করা হচ্ছে দুর্ঘটনা কবলিতরা নদীর নিন্মাঞ্চলে চলে গেছে। এ নিয়ে সংশ্লিষ্ট সকলকে অবগত করা হয়েছে বলে জানান তিনি।

নয়ন চক্রবর্তী/এফএ/এএসএম

Read Entire Article