থানা থেকে লুটের অস্ত্র মিলল ব্যোম রায়হানের বাসায়

গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজধানীর বংশাল থানা থেকে লুট হওয়া একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে সেনাবাহিনী। সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র ব্রিগেড সদস্যরা পুরান ঢাকার সিক্কাটুলীর বাসায় অভিযান চালিয়ে ওই পিস্তল উদ্ধার করে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বংশালের সিক্কাটুলি এলাকায় রায়হান রাজ ওরফে ব্যোম রায়হানের বাড়িতে অস্ত্রটি পাওয়া যায়। তবে তিনি পলাতক। একই অভিযানে সামির নামের একজনের বাড়িতে অভিযান চালিয়ে একটি সামুরাই, একটি বড় চাকু, দুটি ছোট চাকু ও ৫টি কিলার গিয়ার (স্পোকেট) উদ্ধার করা হয়। এসব অস্ত্র রাখার অভিযোগে চারজনকে আটক করেছে সেনাবাহিনী। সেনাবাহিনী জানায়, গোয়েন্দা সূত্রের মাধ্যমে জানা যায়, ৫ আগস্ট পরবর্তী সময়ের থানা লুটের একটি অস্ত্র (বিদেশি পিস্তল) বংশাল এলাকায় গোপনীয়ভাবে লুকানো রয়েছে। ওই ঘটনার সঙ্গে সম্পর্কিত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে অস্ত্রের প্রাথমিক অবস্থান বংশালের সিক্কাটুলীর একটি বাসায় লুকিয়ে রাখার তথ্য পাওয়া যায়। পরে সিক্কাটুলী এলাকায় চারজন সন্দেহভাজনের বাসস্থানে সেনাবাহিনী তল্লাশি অভিযান চালায়। অভিযানে রায়হান রাজ নামের এক ব্যক্তির বাসায় তল্লাশি চালিয়ে একটি বিদেশি প

থানা থেকে লুটের অস্ত্র মিলল ব্যোম রায়হানের বাসায়

গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজধানীর বংশাল থানা থেকে লুট হওয়া একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে সেনাবাহিনী। সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র ব্রিগেড সদস্যরা পুরান ঢাকার সিক্কাটুলীর বাসায় অভিযান চালিয়ে ওই পিস্তল উদ্ধার করে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বংশালের সিক্কাটুলি এলাকায় রায়হান রাজ ওরফে ব্যোম রায়হানের বাড়িতে অস্ত্রটি পাওয়া যায়। তবে তিনি পলাতক।

একই অভিযানে সামির নামের একজনের বাড়িতে অভিযান চালিয়ে একটি সামুরাই, একটি বড় চাকু, দুটি ছোট চাকু ও ৫টি কিলার গিয়ার (স্পোকেট) উদ্ধার করা হয়। এসব অস্ত্র রাখার অভিযোগে চারজনকে আটক করেছে সেনাবাহিনী।

সেনাবাহিনী জানায়, গোয়েন্দা সূত্রের মাধ্যমে জানা যায়, ৫ আগস্ট পরবর্তী সময়ের থানা লুটের একটি অস্ত্র (বিদেশি পিস্তল) বংশাল এলাকায় গোপনীয়ভাবে লুকানো রয়েছে। ওই ঘটনার সঙ্গে সম্পর্কিত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে অস্ত্রের প্রাথমিক অবস্থান বংশালের সিক্কাটুলীর একটি বাসায় লুকিয়ে রাখার তথ্য পাওয়া যায়। পরে সিক্কাটুলী এলাকায় চারজন সন্দেহভাজনের বাসস্থানে সেনাবাহিনী তল্লাশি অভিযান চালায়।

অভিযানে রায়হান রাজ নামের এক ব্যক্তির বাসায় তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। রায়হান রাজ ওই এলাকায় ব্যোম রায়হান গ্রুপের সক্রিয় সদস্য বলে জানা গেছে। 

বংশাল থানা কর্তৃপক্ষ নিশ্চিত করেছে উদ্ধার করা অস্ত্রটি ওই থানার লুট হওয়া অস্ত্র।

সন্দেহভাজন গ্রেপ্তার চারজনকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। তবে মূল আসামি পলাতক রায়হান রাজকে গ্রেপ্তারে অভিযান চলছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow