থানায় সালিশ করতে এসে আটক আ.লীগ নেতা

শরীয়তপুরের নড়িয়া থানায় সালিশ করতে এসে আটক হয়েছেন রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা। বুধবার (৭ জানুয়ারি) দুপুর ১২টার দিকে নড়িয়া থানায় উপস্থিত হলে তাকে আটক করে পুলিশ। আটক মো. আক্কাস ছৈয়াল উপজেলার বিঝারী ইউনিয়নের কাপাসপাড়া গ্রামের বাসিন্দা। তিনি আওয়ামী লীগের সহযোগী সংগঠন শ্রমিক লীগের উপজেলা কমিটির সাধারণ সম্পাদক। জানা গেছে, স্থানীয় একটি বিরোধ নিষ্পত্তির উদ্দেশ্যে সালিশ বৈঠকে অংশ নিতে নড়িয়া থানায় উপস্থিত হন মো. আক্কাস ছৈয়াল। এ সময় তাকে আটক করা হয়। তবে পুলিশ জানিয়েছে, কৌশলে তাকে থানায় ডেকে আনা হয়েছিল। এ বিষয়ে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, অপারেশন ‘ডেভিল হান্ট’-এর অংশ হিসেবে বিশৃঙ্খলা সৃষ্টিকারী কার্যক্রমে জড়িত নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে শ্রমিক লীগের উপজেলা সাধারণ সম্পাদক মো. আক্কাস ছৈয়ালকে কৌশলে থানায় ডেকে আনা হয়। পরে নাশকতায় জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়। তাকে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

থানায় সালিশ করতে এসে আটক আ.লীগ নেতা
শরীয়তপুরের নড়িয়া থানায় সালিশ করতে এসে আটক হয়েছেন রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা। বুধবার (৭ জানুয়ারি) দুপুর ১২টার দিকে নড়িয়া থানায় উপস্থিত হলে তাকে আটক করে পুলিশ। আটক মো. আক্কাস ছৈয়াল উপজেলার বিঝারী ইউনিয়নের কাপাসপাড়া গ্রামের বাসিন্দা। তিনি আওয়ামী লীগের সহযোগী সংগঠন শ্রমিক লীগের উপজেলা কমিটির সাধারণ সম্পাদক। জানা গেছে, স্থানীয় একটি বিরোধ নিষ্পত্তির উদ্দেশ্যে সালিশ বৈঠকে অংশ নিতে নড়িয়া থানায় উপস্থিত হন মো. আক্কাস ছৈয়াল। এ সময় তাকে আটক করা হয়। তবে পুলিশ জানিয়েছে, কৌশলে তাকে থানায় ডেকে আনা হয়েছিল। এ বিষয়ে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, অপারেশন ‘ডেভিল হান্ট’-এর অংশ হিসেবে বিশৃঙ্খলা সৃষ্টিকারী কার্যক্রমে জড়িত নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে শ্রমিক লীগের উপজেলা সাধারণ সম্পাদক মো. আক্কাস ছৈয়ালকে কৌশলে থানায় ডেকে আনা হয়। পরে নাশকতায় জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়। তাকে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow