থেমে গেল রোনালদোর টানা ১৪ বছরের ‘হ্যাটট্রিক’ সাম্রাজ্য

সৌদি প্রো লিগের ম্যাচে অদ্ভুত এক গোল দিয়ে বছর শেষ করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আল নাসরের জার্সিতে পিঠে লেগে হওয়া গোলটি যেমন তাকে ব্যক্তিগত অর্জনে নতুন উচ্চতায় তুলেছে, তেমনি শেষ হয়েছে তার এক ঐতিহাসিক ধারাবাহিকতাও। ৪০ বছর বয়সেও গোলের ধারাবাহিকতা ধরে রেখে ২০২৫ সালে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ৪১টি গোল করেছেন পর্তুগিজ তারকা। এর ফলে তিনি টানা তৃতীয় ক্যালেন্ডার বছরে ৪০+ গোলের মাইলফলক স্পর্শ করলেন। একই সঙ্গে তার ক্যারিয়ার গোলসংখ্যা গিয়ে দাঁড়াল ৯৫৭-এ, অর্থাৎ ফুটবল ইতিহাসের অবিশ্বাস্য ১০০০ গোলের মাইলফলক থেকে মাত্র ৪৩ গোল দূরে রইলেন এই পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী। তবে আনন্দের মধ্যেও ছিল হতাশার খবর। ২০১০ সাল থেকে ২০২৪ পর্যন্ত টানা ১৪ বছর ধরে প্রতি বছর অন্তত একটি হ্যাটট্রিক করার অসাধারণ রেকর্ডটির ইতি ঘটেছে ২০২৫ সালে। শেষবার তিনি হ্যাটট্রিক করেছিলেন ২০২৪ সালে আল ওয়েহদার বিপক্ষে ৬-০ জয়ে। এ বছর একাধিক ম্যাচে ব্রেস পেলেও সেই তৃতীয় গোলটি আর আসেনি। এমনকি সাম্প্রতিক এক ম্যাচে সম্ভাব্য হ্যাটট্রিক গোলটিও ভিএআর বাতিল করে দেয়। মঙ্গলবার আল ইত্তিফাকের বিপক্ষে ম্যাচে জোয়াও ফেলিক্সের শটে লেগে রোনালদোর পিঠে ডিফ্লেক্

থেমে গেল রোনালদোর টানা ১৪ বছরের ‘হ্যাটট্রিক’ সাম্রাজ্য
সৌদি প্রো লিগের ম্যাচে অদ্ভুত এক গোল দিয়ে বছর শেষ করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আল নাসরের জার্সিতে পিঠে লেগে হওয়া গোলটি যেমন তাকে ব্যক্তিগত অর্জনে নতুন উচ্চতায় তুলেছে, তেমনি শেষ হয়েছে তার এক ঐতিহাসিক ধারাবাহিকতাও। ৪০ বছর বয়সেও গোলের ধারাবাহিকতা ধরে রেখে ২০২৫ সালে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ৪১টি গোল করেছেন পর্তুগিজ তারকা। এর ফলে তিনি টানা তৃতীয় ক্যালেন্ডার বছরে ৪০+ গোলের মাইলফলক স্পর্শ করলেন। একই সঙ্গে তার ক্যারিয়ার গোলসংখ্যা গিয়ে দাঁড়াল ৯৫৭-এ, অর্থাৎ ফুটবল ইতিহাসের অবিশ্বাস্য ১০০০ গোলের মাইলফলক থেকে মাত্র ৪৩ গোল দূরে রইলেন এই পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী। তবে আনন্দের মধ্যেও ছিল হতাশার খবর। ২০১০ সাল থেকে ২০২৪ পর্যন্ত টানা ১৪ বছর ধরে প্রতি বছর অন্তত একটি হ্যাটট্রিক করার অসাধারণ রেকর্ডটির ইতি ঘটেছে ২০২৫ সালে। শেষবার তিনি হ্যাটট্রিক করেছিলেন ২০২৪ সালে আল ওয়েহদার বিপক্ষে ৬-০ জয়ে। এ বছর একাধিক ম্যাচে ব্রেস পেলেও সেই তৃতীয় গোলটি আর আসেনি। এমনকি সাম্প্রতিক এক ম্যাচে সম্ভাব্য হ্যাটট্রিক গোলটিও ভিএআর বাতিল করে দেয়। মঙ্গলবার আল ইত্তিফাকের বিপক্ষে ম্যাচে জোয়াও ফেলিক্সের শটে লেগে রোনালদোর পিঠে ডিফ্লেক্ট হয়ে জালে বল জড়ালে মুহূর্তের মধ্যেই শুরু হয় তার স্বাক্ষর ‘সিউ’ উদযাপন। ম্যাচটি শেষ পর্যন্ত ২-২ ড্র হয় এবং এর ফলে আল নাসরের টানা ১০ ম্যাচের জয়ের ধারা থেমে যায়। জয় হাতছাড়া হলেও কোচ জর্জ জেসুস দলের পারফরম্যান্সে সন্তোষ প্রকাশ করে বলেন, “দল প্রাধান্য দেখিয়েছে, সুযোগ তৈরি করেছে। ফল আমাদের পক্ষে না গেলেও পারফরম্যান্স ছিল সেরা।” চল্লিশের কোটা পেরিয়েও রোনালদোর প্রতিযোগিতার তীব্রতা, গোলের ক্ষুধা এবং পরিসংখ্যান—সবই প্রমাণ করছে, তিনি এখনও বিশ্ব ফুটবলের অন্যতম বড় শক্তি। হ্যাটট্রিকের ঐতিহাসিক ধারাবাহিকতা থামলেও তার ক্যারিয়ার এখনো পূর্ণ গতিতে এগিয়ে চলেছে নতুন কিংবদন্তির দিকে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow