থ্রেডসে নতুন ‘ঘোস্ট পোস্ট’
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থ্রেডস এবার নিয়ে এসেছে একটি নতুন ফিচার, যার নাম ‘ঘোস্ট পোস্ট’। এই ফিচার ব্যবহার করলে কোনো পোস্ট ২৪ ঘণ্টা পর স্বয়ংক্রিয়ভাবে অদৃশ্য হয়ে যাবে। অর্থাৎ ব্যবহারকারীরা এখন অস্থায়ীভাবে নিজের ভাবনা বা মন্তব্য শেয়ার করতে পারবেন, যা এক দিন পরে নিজেই আর্কাইভ হয়ে যাবে।
থ্রেডস বলছে, এই ফিচারের মূল উদ্দেশ্য হলো ব্যবহারকারীদের মধ্যে ‘নির্ভয়ে নিজের ভাব প্রকাশের সংস্কৃতি’ গড়ে তোলা। অনেকেই স্থায়ী পোস্ট দেওয়া নিয়ে দ্বিধায় থাকেন, আর এই ফিচার সেই অসুবিধা দূর করবে।
যে কোনো ব্যবহারকারী পোস্ট দেওয়ার সময় ‘ঘোস্ট’ আইকন অন করে এ ধরনের পোস্ট তৈরি করতে পারবেন। পোস্টটি ২৪ ঘণ্টা পর অদৃশ্য হয়ে যাবে। পোস্টে যে কেউ লাইক বা রিপ্লাই দিলেও, সেই তথ্য শুধু পোস্ট দেওয়া ব্যবহারকারীই দেখতে পাবেন।
রিপ্লাইগুলো ব্যবহারকারীর মেসেজ ইনবক্সে যাবে, যাতে তিনি স্বাচ্ছন্দ্য নিয়ে কথোপকথন চালাতে পারেন।
এ ছাড়া, থ্রেডস সম্প্রতি ১০ হাজার অক্ষরের দীর্ঘ লেখার সুবিধা এবং ‘স্পয়লার হাইড’ ফিচার যোগ করেছে, যা পোস্টে থাকা মিডিয়া বা টেক্সট আড়াল রাখতে সাহায্য করে।
মেটা জানিয়েছে, থ্রেডসকে আরও সহজ, আকর্ষণীয় এবং কথোপকথনমুখী করার জন্য ধারাবাহিকভাবে নতুন ফিচার যোগ করা হচ্ছে।
সূত্র : TechCrunch

15 hours ago
8









English (US) ·