দ. কোরিয়ায় ভারী তুষারপাত, ৩ জনের মৃত্যু

1 month ago 13

দক্ষিণ কোরিয়ায় ব্যাপক তুষারপাত শুরু হয়েছে। এতে ব্যাহত হচ্ছে ফ্লাইট ও ফেরি চলাচল। এ ঘটনায় দেশটিতে এখন পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছেন।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দ্বিতীয় দিনের মতো রেকর্ড তুষারপাত হয়েছে দক্ষিণ কোরিয়ায়। কর্তৃপক্ষ জানিয়েছে, গিয়াংগি প্রদেশে তিনজনের মৃত্যু হয়েছে।

এর আগে বুধবার সন্ধ্যায় পুলিশ জানায় গ্যাংওয়ান প্রদেশের কেন্দ্রীয় শহর ওনজুতে একটি মহাসড়কে ৫৩টি গাড়ি আটকে যাওয়ার ঘটনায় ১১ জন আহত হয়েছেন। তবে এ ঘটনায় কোনো মৃত্যু হয়েছে কি না তা স্পষ্ট নয়।

স্থানীয় সময় বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সিউলের কিছু অংশে ৪০ সেন্টিমিটার পর্যন্ত তুষার জমে যায়।

দক্ষিণ কোরিয়ার স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, ব্যাপক তুষারপাতের কারণে ১৫৬টি ফ্লাইট বাতিলের পাশাপাশি ১০৪টি ফেরি সেবা ব্যাহত হয়েছে।

বৃহস্পতিবার সিউলের প্রধান বিমানবন্দরে দুই ঘণ্টা ফ্লাইট বিলম্ব হয়েছে। জানা গেছে, সেখানের ১৪ শতাংশ ফ্লাইট বিলম্ব হয়েছে ও ১৫ শতাংশ বাতিল হয়েছে।

সূত্র: আল-জাজিরা

এমএসএম

Read Entire Article