দক্ষিণ আফ্রিকাকে দেড়শর আগেই গুটিয়ে দিলো বাংলাদেশ

1 month ago 7

দুই দলই এরইমধ্যে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল নিশ্চিত করেছে। বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার গ্রুপপর্বের এই ম্যাচটিকে বলা যায় ফাইনালের ড্রেস রিহার্সেল। সে ম্যাচে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলকে ১৪৭ রানেই গুটিয়ে দিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

হারারেতে টস জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। শুরু থেকেই বাংলাদেশি বোলারদের তোপের মুখে পড়ে প্রোটিয়ারা। ৪৫ রানের মধ্যে তাদের ৫ উইকেট তুলে নেয় বাংলাদেশ।

শেষদিকে বলতে গেলে একাই লড়াই করে দক্ষিণ আফ্রিকাকে দেড়শর কাছাকাছি নিয়ে গেছেন বান্দিলে এমবাথা। শেষ ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে ৫৯ বলে ৩৯ রান করেন তিনি। ৩৩ আসে পল জেমসের ব্যাট থেকে।

বাঁহাতি স্পিনার সঞ্জিত মজুমদার ৩৯ রানে শিকার করেন ৪টি উইকেট। ২টি করে উইকেট নেন আল ফাহাদ আর সামিউন বশির।

এমএমআর/এমএস

Read Entire Article