দক্ষিণ ইরানে নতুন হামলা শুরু করেছে ইসরায়েল
ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় একাধিক এলাকায় দেশটির সামরিক বাহিনীর স্থাপনা লক্ষ্য করে নতুন হামলা শুরু করেছে ইসরায়েলের সামরিক বাহিনী।
শনিবার (২১ জুন) ইসরায়েলের সামরিক বাহিনীর এক বিবৃতিতে ইরানে নতুন হামলার এই তথ্য জানানো হয়। খবর রয়া নিউজ।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে, ইরানের দক্ষিণ-পশ্চিমের সামরিক স্থাপনায় নতুন করে হামলা শুরু করছে ইসরায়েলি বিমান বাহিনীর যুদ্ধবিমান। তবে ইরানের দক্ষিণ-পশ্চিমের ঠিক কোন এলাকায় এই হামলা চালানো হচ্ছে, সেই বিষয়ে সুনির্দিষ্ট করে কোনো তথ্য জানানো হয়নি।
এর আগে শনিবার সকালের দিকে ইরানের সামরিক বাহিনীর অন্তত আটটি মনুষ্যবিহীন ড্রোন এক ঘণ্টায় ইসরায়েলি আকাশে প্রবেশ করেছে বলে জানায়।
ইসরায়েলের স্থানীয় সময় সকালে ১০টা ১৬ মিনিট থেকে ১১টা ২৭ মিনিটের মধ্যে এসব ড্রোন ইসরায়েলের আকাশে প্রবেশ করে।
ইরানের মধ্যাঞ্চলীয় শহর ইস্ফাহানের একটি সেন্ট্রিফিউজ উৎপাদন ও ইউরেনিয়াম বিশুদ্ধকরণ কারখানা হামলা চালিয়ে ধ্বংস করেছে ইসরায়েলের বিমান বাহিনী (আইএএফ)।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ধ্বংস হওয়া সেই কারখানার ছবি শেয়ার করেছেন আইডিএফের মুখপাত্র আভিচায়ে আদ্রাই।
শেয়ার করা পোস্টে আরবি ভাষায় আদ্রাই বলেন, ‘ছবিতে ধ্বংস হয়ে যাওয়া যে স্থাপনাটি দেখা যাচ্ছে, সেটির দুটি ইউনিট ছিল। একটিতে ইউরেনিয়াম পরিশুদ্ধ করা হতো, অপরটিতে সেন্ট্রিফিউজ উৎপাদন করা হতো। দুই ইউনিটই ধ্বংস করা হয়েছে।’