দক্ষিণাঞ্চলে বৃষ্টির পাশাপাশি বাড়তে পাড়ে তাপমাত্রা

2 weeks ago 12

 

প্রথম ধাপে শৈত্যপ্রবাহের পর শীত কিছুটা কমেছে। যদিও আজ শুধু দেশের শ্রীমঙ্গলে তাপমাত্রা নেমেছে ৮ ডিগ্রিতে। অন্যত্র তাপমাত্রা ১১ ডিগ্রির ওপরে।

আবহাওয়া অফিস জানিয়েছে, আজও দেশের উপকূলে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দেশের দক্ষিণাঞ্চলে তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানিয়েছেন, আজ মঙ্গলবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এসময় দেশের দক্ষিণাঞ্চলে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এবং অন্যত্র তা সামান্য বাড়তে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

হাফিজুর রহমান জানান, আগামীকাল বুধবারও উপকূলীয় জেলায় বৃষ্টি হতে পারে। এছাড়াও এখন পৌষ মাস শুরু হয়েছে। দুদিন পর থেকে শীত বাড়তে পারে।

আরএএস/বিএ

Read Entire Article