দর্শনা ইমিগ্রেশনে স্বাস্থ্য বিভাগের সতর্কতা

3 months ago 37

ভারতের বিভিন্ন স্থানে নতুন করে প্রাণঘাতী করোনা ভাইরাসের অমিক্রন ধরনের নতুন উপধরনের সংক্রমণ দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে বাড়তি সতর্কতা জারি করেছে স্বাস্থ্য বিভাগ।

মঙ্গলবার (১০ জুন) সরেজমিনে দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টে গিয়ে দেখা গেছে, ভারত থেকে ফেরা যাত্রীদের শরীরের তাপমাত্রা স্ক্রিনিং করছে কর্তৃপক্ষ।

ইমিগ্রেশন চেকপোস্টের স্বাস্থ্য সহকারী শামীম খান বলেন, স্বাস্থ্য অধিদপ্তরে একটি চিঠি আমরা পেয়েছি। তাতে বলা বলা হয়েছে, ভারতে করোনা ভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছে। জেনেটিক সিকোয়েন্স পরীক্ষার মাধ্যমে জানা গেছে সংক্রমণটি অমিক্রন ধরনের এক্সবিবি ধরনের। এ সংক্রমণ যাতে বাংলাদেশে না ছড়ায়, সে লক্ষ্যে সব ভারত ফেরত যাত্রীকে পরীক্ষা করা হচ্ছে।

দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হেলেনা আক্তার নীপা বলেন, করোনার এ নতুন ধরনটি আগের যে কোনো ভ্যারিয়েন্টের চেয়ে বেশি ভয়ংকর। আগাম সতর্কতার জন্য দর্শনা চেকপোস্টে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে।

তিনি আরও বলেন, আপাতত আমরা ভারত থেকে আসা যাত্রীদের শরীরের তাপমাত্রা স্ক্রিনিং করে সিমটম বোঝার চেষ্টা করছি। আমাদের এখানে কীট নেই, এ ছাড়া ল্যাবও নেই। ঈদের ছুটি শেষ হলে বিষয়টি নিয়ে মিটিং আছে সিভিল সার্জন অফিসে। 

হেলেনা আক্তার নীপা বলেন, এ ভাইরাস প্রতিরোধে আমাদের সবাইকে বেশি সতর্ক ও সচেতন হতে হবে। মাস্ক পরে চলাচল করতে হবে। জনসমাগম এড়িয়ে চলা উত্তম। ইমিউনিটি বুস্টআপ হয় এমন খাদ্য গ্রহণ করতে হবে সবাইকে। 

Read Entire Article