দলকে আরও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করুন : যুবদল সভাপতি

1 month ago 27

আগামী নির্বাচনে দলকে আরও শক্তিশালী ও বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। 

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ভয় দেখিয়ে নয়; উদারতা দিয়ে, ইতিবাচক কাজের মাধ্যমে মানুষের মন জয় করতে হবে। সে অনুযায়ী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলকে এক হয়ে মাঠে থেকে কাজ করতে হবে। দলের বাইরে কোনো কাজ করবেন না। মনে করবেন না যে, বিএনপি ক্ষমতায় এসে গেছে। মানুষ পছন্দ করে না এমন কোনো কাজ করা যাবে না। শৃঙ্খলা ভঙে দলের কোনো নেতাকর্মীকে কোনো ছাড় দেওয়া হবে না।

শুক্রবার (২২ নভেম্বর) মাদারীপুর জেলা শিল্পকলা একাডেমিতে জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ কর্মিসভায় তিনি এসব কথা বলেন।

যুবদল সভাপতি বলেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের গত ১৬ বছরের শাসনামলে তাদের অবৈধ কর্মকাণ্ড দেশের জনগণ ভালোভাবে নেয়নি। তাই আওয়ামী লীগ যা করেছে, বিএনপি সেটা করবে না। মানুষের ওপর কোনো প্রকার অন্যায়, জুলুম করা যাবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দলীয় শৃঙ্খলা ভঙ্গের ক্ষেত্রে ‘জিরো টলারেন্স নীতি’ নিয়েছেন। এরই মধ্যে দলীয় শৃঙ্খলা ভঙ্গকারী ১ হাজারেরও বেশি নেতাকর্মীর বিরুদ্ধে দলের পক্ষ থেকে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে মুন্না বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ নেতাকর্মীদের সব রাজনৈতিক, মিথ্যা ও সাজানো মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। একইসঙ্গে গুম-খুনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

মাদারীপুর জেলা যুবদলের আহ্বায়ক ফারুক ব্যাপারীর সভাপতিত্বে এবং জেলা যুবদলের সদস্য সচিব মনিরুজ্জামান ফকু, জেলা ছাত্রদলের সদস্য সচিব কামরুল হাসান ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদ পারভেজের যৌথ সঞ্চালনায় কর্মিসভায় আরও বক্তব্য দেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, যুবদলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সম্পাদক বিল্লাল হোসেন তারেক।

Read Entire Article