দলছুট নিয়ে যুক্তরাষ্ট্রের ১০ শহরে গাইবেন বাপ্পা

3 months ago 7

কিছুদিন আগেই কানাডা মাতিয়ে এসেছেন দেশের অন্যতম জনপ্রিয় সংগীতশিল্পী, দলছুট ব্যান্ডের ভোকাল বাপ্পা মজুমদার। এবার দল নিয়ে আমেরিকা ট্যুরে যাচ্ছেন তিনি। মার্কিট মুলুকের নিউ ইয়র্ক, ফ্লোরিডা, ক্যালিফোর্নিয়া, শিকাগোসহ ১০টি শহর মাতাবেন এই গায়ক।

সব ঠিক থাকলে চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবরে হবে বাপ্পার এই ট্যুর।

বাপ্পা মজুমদারের এই ট্যুরের আয়োজন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ভিত্তিক অর্গানাইজার প্রতিষ্ঠান ‘আইরন ক্লাউড’। প্রতিষ্ঠানটির কর্ণধার ফায়সাল জাহেদ বলেন, ‘বাপ্পা মজুমদার বাংলাদেশের অত্যন্ত গুণী এবং জনপ্রিয় একজন সংগীতশিল্পী। সংগীতে তার এখন গোল্ডেন এজ চলছে। সারা বিশ্বেই বাংলা ভাষাভাষীদের কাছে তার আলাদা মর্যাদা রয়েছে। অনেক বছর তিনি যুক্তরাষ্ট্রে আসেননি। সেই দিকটা বিবেচনা করে আমরা এই ট্যুরের আয়োজন করতে যাচ্ছি।’

এদিকে বাপ্পা মজুমদার জানিয়েছেন, এই ট্যুরের বিষয়ে আয়োজক প্রতিষ্ঠানের সঙ্গে তার কথা চূড়ান্ত হয়েছে। চলছে প্রস্তুতি। তিনি প্রত্যাশা করছেন এই ট্যুরটি স্মরণীয় হবে।

এবারের ট্যুরে বাপ্পা মজুমদারের সঙ্গে থাকবেন দলছুটের বর্তমান লাইনআপের মাসুম ওয়াহিদুর রহমান (গিটার), জন শার্টন (বেজ গিটার), ডানো শেখ (ড্রামস), সোহেল আজিজ (কি-বোর্ড) এবং শাহান কবন্ধ (ম্যানেজার)।

এলআইএ/এমএস

Read Entire Article