দলবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা চায় বিএনপি

2 months ago 29

জনআকাঙ্ক্ষা পূরণের জন্য সরকারের জনপ্রশাসন সংস্কার কমিশনের কাছে একগুচ্ছ সুপারিশ জমা দিয়েছে বিএনপি গঠিত জনপ্রশাসন বিষয়ক সংস্কার কমিটি।

রোববার (১৫ ডিসেম্বর) বেলা ১১টার দিকে সচিবালয়ে জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্য সচিব ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মোখলেস উর রহমানের কাছে এই সুপারিশমালা জমা দিয়েছে বিএনপির প্রতিনিধি দল।

প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন বিএনপি গঠিত জনপ্রশাসন সংস্কার কমিটির সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ।

সুপারিশে দলটি বলছে, ‘স্বৈরাচারী’ আওয়ামী লীগ সরকারের গত ১৫ থেকে ১৬ বছরে প্রশাসনের দলবাজ ও দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের অনতিবিলম্বে চিহ্নিত করে যাদের চাকরিকাল ২৫ বছর হয়েছে, তাদের অব্যাহতি, বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) এবং কম গুরুত্বপূর্ণ পদে পদায়নের কথা বলা হয়েছে। আর যেসব সৎ ও মেধাবী কর্মকর্তাকে গত ১৫ থেকে ১৬ বছরে ওএসডি, বঞ্চিত করে অবসর ও বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে, তাদের ভূতাপেক্ষ পদোন্নতিসহ চুক্তিভিত্তিক নিয়োগর সুপারিশ করা হয়েছে।

এ সময় মো. ইসমাইল জবিউল্লাহ সাংবাদিকদের সঙ্গে সুপারিশ নিয়ে কথা বলেন।

তিনি জানান, জনপ্রশাসনের বিষয়ে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি বিভিন্ন রকমের সুপারিশ করেছে বিএনপির জনপ্রশাসন বিষয়ক সংস্কার কমিটি।

এ ছাড়া ঘাপটি মেরে বসে থাকা আওয়ামী দোসরদের প্রশাসন থেকে দ্রুত সরিয়ে ফেলতে উদ্যোগ নেওয়াসহ বৈষম্যের শিকার সব সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ন্যায়বিচার নিশ্চিতের কথাও বলা হয়েছে প্রস্তাবনায়।

Read Entire Article