জনআকাঙ্ক্ষা পূরণের জন্য সরকারের জনপ্রশাসন সংস্কার কমিশনের কাছে একগুচ্ছ সুপারিশ জমা দিয়েছে বিএনপি গঠিত জনপ্রশাসন বিষয়ক সংস্কার কমিটি।
রোববার (১৫ ডিসেম্বর) বেলা ১১টার দিকে সচিবালয়ে জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্য সচিব ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মোখলেস উর রহমানের কাছে এই সুপারিশমালা জমা দিয়েছে বিএনপির প্রতিনিধি দল।
প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন বিএনপি গঠিত জনপ্রশাসন সংস্কার কমিটির সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ।
সুপারিশে দলটি বলছে, ‘স্বৈরাচারী’ আওয়ামী লীগ সরকারের গত ১৫ থেকে ১৬ বছরে প্রশাসনের দলবাজ ও দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের অনতিবিলম্বে চিহ্নিত করে যাদের চাকরিকাল ২৫ বছর হয়েছে, তাদের অব্যাহতি, বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) এবং কম গুরুত্বপূর্ণ পদে পদায়নের কথা বলা হয়েছে। আর যেসব সৎ ও মেধাবী কর্মকর্তাকে গত ১৫ থেকে ১৬ বছরে ওএসডি, বঞ্চিত করে অবসর ও বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে, তাদের ভূতাপেক্ষ পদোন্নতিসহ চুক্তিভিত্তিক নিয়োগর সুপারিশ করা হয়েছে।
এ সময় মো. ইসমাইল জবিউল্লাহ সাংবাদিকদের সঙ্গে সুপারিশ নিয়ে কথা বলেন।
তিনি জানান, জনপ্রশাসনের বিষয়ে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি বিভিন্ন রকমের সুপারিশ করেছে বিএনপির জনপ্রশাসন বিষয়ক সংস্কার কমিটি।
এ ছাড়া ঘাপটি মেরে বসে থাকা আওয়ামী দোসরদের প্রশাসন থেকে দ্রুত সরিয়ে ফেলতে উদ্যোগ নেওয়াসহ বৈষম্যের শিকার সব সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ন্যায়বিচার নিশ্চিতের কথাও বলা হয়েছে প্রস্তাবনায়।