দলীয় ১০০ রান বাংলাদেশের, বাকি আর ২০ ওভার

4 days ago 13

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ধীরগতির ব্যাটিংয়ে বাংলাদেশ। দলীয় শত রান পূরণ করতে টাইগারদের খেলতে হয়েছে ৩০ ওভার। শুরুতেই দুই উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। সেই চাপ শান্ত-হৃদয় সামাল দিলেও রানরেট বাড়াতে পারেননি তারা।

৬৩ বলে ৩২ রান করে পিরের শিকার হন শান্ত। সাবেক অধিনায়কের বিদায়ে ব্যাটিংয়ে নামেন অভিষিক্ত অঙ্কন। এর আগে, দ্বিতীয় ওভারের ৫ম বলেই সাইফ হাসানকে প্যাভিলিয়নে ফেরান রোমারিও শেফার্ড। ৩ রানে বিদায় নেন তিনি। এরপরের ওভারের প্রথম বলেই জাইডেন সিলসকে কভার পয়েন্ট এরিয়া দিয়ে খেলতে গিয়ে অনায়াসে ক্যাচ তুলে দিলেন সৌম্য। ৪ রান করে আউট হন তিনি। 

টস হেরে বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলেন, ‘আমরাও ব্যাটিং করতে চেয়েছিলাম। এটা আমাদের হোম গ্রাউন্ড, আর আমরা এই উইকেটে আত্মবিশ্বাসী। আমরা অনেক কিছু নিয়ে কথা বলি; কিন্তু এটা নতুন ম্যাচ। আমি আশা করি, সবাই নিজের ভূমিকা বুঝে ইতিবাচকভাবে নেবে। কখনো খারাপ পারফরম্যান্স হতে পারে, কিন্তু আমরা সবাই একমত—এটা নতুন দিন, সবাই যেন আরও ভালো করে। আমাদের দলে দুজন পেসার, তিনজন স্পিনার এবং সাতজন ব্যাটার আছে।’

বাংলাদেশ একাদশ : মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নাজমুল হোসেন, সাইফ হাসান, নুরুল হাসান, তাওহীদ হৃদয়, সৌম্য সরকার, মাহিদুল ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম

Read Entire Article