দলের অবনমনের ক্ষোভে স্টেডিয়ামে আগুন দিল সমর্থকরা

ফুটবল–পাগল এক দল কিশোরের বেপরোয়া আচরণে অগ্নিদগ্ধ হলো ফিনল্যান্ডের ঐতিহাসিক টেহতাস স্টেডিয়াম। ঘরোয়া লিগ ভেইকাউসলিগা থেকে অবনমনের ক্ষোভে এফসি হাকা সমর্থকদের একাংশ যখন ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছিল, ঠিক সেই সময়েই স্টেডিয়ামের কাঠের দর্শকাসনে আগুন ধরে যায়। স্থানীয় পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে উপস্থিত ছিল তিন কিশোর—যাদের বয়স পনেরোরও কম। ঘটনাটি ঘটে গত ৭ ডিসেম্বর ভ্যালকিয়াকোস্কি শহরে। “ফ্যাক্টরি ফিল্ড” নামে পরিচিত এফসি হাকার এই স্টেডিয়ামটি ১৯৩০-এর দশক থেকে ক্লাবটির ঘরবাড়ি। ৪০০ আসনের কাঠের গ্যালারি মুহূর্তে আগুনে পুড়ে যায়। শুধু ছাদের কাঠামোর কয়েকটি বিম অক্ষত থাকে; ঝলসে যায় বিজ্ঞাপন বোর্ড থেকে শুরু করে কৃত্রিম টার্ফের বেশ কিছু অংশ। সিসা–সুয়োমি পুলিশের ডিটেকটিভ ইনস্পেক্টর মাইয়াস্তিনা টাম্মিস্টো জানিয়েছেন, “ঘটনার সময় তিন কিশোর সেখানে ছিল। তারা ফৌজদারি দায়মুক্ত হলেও ক্ষতিপূরণের ক্ষেত্রে কোনো ন্যূনতম বয়সসীমা নেই।” তিনি আরও সতর্ক করেন—ঘটনাটি নিয়ে ব্যক্তিগত আক্রমণ বা অপ্রাসঙ্গিক মন্তব্য নিজেও আইনি জটিলতা তৈরি করতে পারে। অগ্নিকাণ্ডে ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ না হলেও তা ‘বড় আকারের’ হবে বলে আশঙ্কা করছে

দলের অবনমনের ক্ষোভে স্টেডিয়ামে আগুন দিল সমর্থকরা
ফুটবল–পাগল এক দল কিশোরের বেপরোয়া আচরণে অগ্নিদগ্ধ হলো ফিনল্যান্ডের ঐতিহাসিক টেহতাস স্টেডিয়াম। ঘরোয়া লিগ ভেইকাউসলিগা থেকে অবনমনের ক্ষোভে এফসি হাকা সমর্থকদের একাংশ যখন ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছিল, ঠিক সেই সময়েই স্টেডিয়ামের কাঠের দর্শকাসনে আগুন ধরে যায়। স্থানীয় পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে উপস্থিত ছিল তিন কিশোর—যাদের বয়স পনেরোরও কম। ঘটনাটি ঘটে গত ৭ ডিসেম্বর ভ্যালকিয়াকোস্কি শহরে। “ফ্যাক্টরি ফিল্ড” নামে পরিচিত এফসি হাকার এই স্টেডিয়ামটি ১৯৩০-এর দশক থেকে ক্লাবটির ঘরবাড়ি। ৪০০ আসনের কাঠের গ্যালারি মুহূর্তে আগুনে পুড়ে যায়। শুধু ছাদের কাঠামোর কয়েকটি বিম অক্ষত থাকে; ঝলসে যায় বিজ্ঞাপন বোর্ড থেকে শুরু করে কৃত্রিম টার্ফের বেশ কিছু অংশ। সিসা–সুয়োমি পুলিশের ডিটেকটিভ ইনস্পেক্টর মাইয়াস্তিনা টাম্মিস্টো জানিয়েছেন, “ঘটনার সময় তিন কিশোর সেখানে ছিল। তারা ফৌজদারি দায়মুক্ত হলেও ক্ষতিপূরণের ক্ষেত্রে কোনো ন্যূনতম বয়সসীমা নেই।” তিনি আরও সতর্ক করেন—ঘটনাটি নিয়ে ব্যক্তিগত আক্রমণ বা অপ্রাসঙ্গিক মন্তব্য নিজেও আইনি জটিলতা তৈরি করতে পারে। অগ্নিকাণ্ডে ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ না হলেও তা ‘বড় আকারের’ হবে বলে আশঙ্কা করছেন ক্লাব চেয়ারম্যান মার্কো লাকসোনেন। তিনি বলেন, “এই মুহূর্তে এমন ঘটনা আমরা একদমই চাইনি। তবে সমর্থকদের কাছ থেকে আমরা যে পরিমাণ সহায়তা পাচ্ছি, তা ভবিষ্যতেও প্রয়োজন হবে।” স্টেডিয়ামটিকে দ্রুত ব্যবহারযোগ্য করতে ইতিমধ্যে কাজ শুরু করেছে ক্লাব কর্তৃপক্ষ। অবনমনের হতাশায় শুরু হওয়া এই আগুন এখন এফসি হাকার জন্য আরও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে—ক্ষত সারিয়ে আবার নতুন মৌসুমের প্রস্তুতি নেওয়া।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow