দলের আদর্শ ও নীতি মেনে কাজ করতে নেতাকর্মীদের অতি আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান।
তিনি বলেছেন, স্থানীয় নেতৃত্বের ভূমিকা অপরিসীম। আমাদের লক্ষ্য হতে হবে স্থানীয় মানুষের সমস্যার সমাধান এবং রাজনৈতিক মাঠে শক্ত অবস্থান নিশ্চিত করা।
শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর তুরাগ থানার ৫২ নম্বর ওয়ার্ডে এক উঠান বৈঠকে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে মোস্তফা জামান এসব কথা বলেন।
উঠান বৈঠকে স্থানীয় সাধারণ ভোটার, মুরুব্বি ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ৫২ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এই বৈঠকে এলাকার রাজনৈতিক, সামাজিক ও উন্নয়নমূলক বিষয় নিয়ে বিস্তারিত মতবিনিময় করা হয়।
তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু তাহের খান আবুলের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক রিপন হাসান খন্দকারের সঞ্চালনায় বৈঠকে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি মো. জামির হোসেন, তুরাগ থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হারুন অর রশিদ খোকা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলামসহ অন্য নেতাকর্মী।
স্থানীয় নেতারা বৈঠকে জনসাধারণের সমস্যাগুলো তুলে ধরেন।
মোস্তফা জামান তার বক্তৃতায় বলেন, দলীয় শৃঙ্খলা, নেতৃত্বের দায়িত্ব ও স্থানীয় জনগণের সঙ্গে সম্পর্ক বজায় রাখাই আমাদের মূল লক্ষ্য। আমরা একত্রে কাজ করলে এলাকার উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।
তিনি এলাকার দায়িত্বশীল নেতারা ও সাধারণ ভোটারদের সহমত এবং সহানুভূতির গুরুত্বও তুলে ধরেন।
নেতারা আশা প্রকাশ করেন, এই ধরনের উঠান বৈঠক স্থানীয় জনগণের সঙ্গে বিএনপির সম্পর্ককে আরও শক্ত করবে এবং দলীয় শৃঙ্খলা ও ঐক্যবদ্ধ নেতৃত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ ছাড়া সভায় অংশ নেওয়া সাধারণ ভোটাররা জানান, তারা নেতা ও দলের কাছ থেকে সরাসরি মতামত নেওয়ার সুযোগকে ইতিবাচকভাবে দেখছেন।
স্থানীয়দের মন্তব্য, এ ধরনের উদ্যোগ স্থানীয় নেতৃত্ব ও সাধারণ জনগণের মধ্যে সুসংহত সম্পর্ক তৈরি করতে এবং এলাকায় রাজনৈতিক সচেতনতা বাড়াতে সাহায্য করবে।
অনুষ্ঠানের সমাপনীতে মোস্তফা জামান উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমরা একসঙ্গে থাকলে যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারি এবং এলাকার উন্নয়নে অবদান রাখতে পারি।

3 hours ago
6








English (US) ·