দশ মাস পর দাড়ি কাটলেন দেব

2 months ago 26

কলকাতার জনপ্রিয় অভিনেতা ও সংসদ সদস্য দেব আবারও চমকে দিলেন তার অনুরাগীদের। দীর্ঘ ১০ মাস পরে নিজের চেনা দাড়ির লুককে বিদায় জানিয়ে একেবারে নতুন অবতারে ধরা দিলেন এই নায়ক। নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে দেব লিখেছেন, ‘১০ মাস পর... এবার দাড়িকে বিদায় জানানোর সময় এসেছে।’

এরপর দেবের এই পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। দেবের নতুন লুক দেখে মুগ্ধ হয় ভক্তরা। ছবিতে দেবকে দাড়ি কাটা ট্রিমার হাতে দেখে রাহুল বোস নামে একজন লিখেছেন, ‘এই লুকেই যেন আবার ‘চাঁদের পাহাড়’-এর শঙ্কর ফিরে এলো’, নন্দিতা নামে একজন লিখেছেন, ‘নতুন সিনেমার জন্য তৈরি হচ্ছেন দেব?’

যদিও অভিনেতা এখনো কিছু স্পষ্টভাবে জানাননি, তবে জল্পনা শুরু হয়ে গেছে- তাহলে কি খুব শিগগিরই আসতে চলেছে দেবের নতুন সিনেমার ঘোষণা?

তবে দেবের এই হেয়ারস্টাইল ও ক্লিন শেভ লুক দেখে বোঝাই যাচ্ছে, কিছু বড় চমক অপেক্ষা করছে।
 

Read Entire Article