দশম আসরে পুরস্কার পাবে ১৩ ব্যক্তি-প্রতিষ্ঠান

5 months ago 12

স্ট্যান্ডার্ড চার্টার্ড-চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ড দশম আসরের কার্যক্রম শুরু করা হয়েছে। এ বছর সারাদেশে কৃষি ও খাদ্য নিরাপত্তায় ভূমিকা রাখার জন্য ১৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হবে। ঢাকায় এবার অ্যাওয়ার্ডের মূল কার্যক্রম হবে নভেম্বরে। শনিবার (২৪ মে) এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

২০১৪ সালে যাত্রা শুরু করা আগ্রো অ্যাওয়ার্ড স্থানীয় কৃষক থেকে শুরু করে উদ্ভাবক, প্রতিষ্ঠান ও টেকসই কৃষি চর্চার পথপ্রদর্শকদের অবদানকে স্বীকৃতি দেয় প্রতি বছর। গত নয়টি আসরে মোট ৭৭ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে কৃষিতে বিশেষ অবদানের জন্য সম্মাননা দেওয়া হয়েছে।

সারাদেশে কৃষি ও খাদ্য নিরাপত্তায় ভূমিকা রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মানিত করার উদ্দেশ্যে এ বছর ১৩ টি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হবে। ব্যক্তি পর্যায়ে আজীবন সম্মাননা, সেরা নারী কৃষক, সেরা পুরুষ কৃষক, সেরা মেধাবী কৃষিযোদ্ধা-পুরুষ, সেরা মেধাবী কৃষিযোদ্ধা-নারী, পরিবর্তনের নায়ক, সেরা সাংবাদিক (কৃষি), জুরি স্পেশাল, প্রতিষ্ঠান পর্যায়ে সেরা প্রতিষ্ঠান- কৃষি গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তি; সেরা প্রতিষ্ঠান- কৃষি সহায়তা ও বাস্তবায়ন এবং সেরা কৃষি রপ্তানিকারককে পুরস্কৃত করা হবে।

এছাড়াও এবারের আয়োজনে নতুনভাবে যুক্ত হয়েছে ‘সেরা ছাদকৃষক’ ক্যাটাগরি, যেখানে শহরের ছাদে নিরাপদ এবং সতেজ ফল-ফসল উৎপাদনের মাধ্যমে টেকসই ও বাসযোগ্য শহর গড়ার অবদানকে তুলে ধরা হবে। এতে বায়ুদূষণ হ্রাস ও কার্বন নিঃসরণ কমানোর সম্ভাবনাও রয়েছে।

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও নাসের এজাজ বিজয় বলেন, এটি আমাদের জন্য একটি বিশেষ বছর– আগ্রো অ্যাওয়ার্ডের ১০ম আসর এবং বাংলাদেশে স্ট্যান্ডার্ড চার্টার্ডের ১২০ বছরের পথচলার সাক্ষী। এই সম্মাননার মাধ্যমে আমরা দেখেছি, কীভাবে একটি সম্মিলিত প্রচেষ্টা ছোট ছোট পদক্ষেপকে বিশাল অগ্রগতিতে রূপান্তরিত হতে পারে। আমরা আমাদের অংশীদার এবং সমাজের সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞ, যাদের সহায়তায় এই উদ্যোগ অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে। পাশাপাশি আমরা অভিনন্দন জানাই সব পুরস্কারপ্রাপ্তদের, যাদের উদ্ভাবনী চিন্তা ও নিষ্ঠা জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই এবং আমাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

চ্যানেল আইয়ের পরিচালক ও প্রধান বার্তা প্রধান শাইখ সিরাজ বলেন, সব সংকটে আমাদের খাদ্য নিরাপত্তার বিষয়টি আগলে রেখেছে বাংলাদেশের কৃষক ও কৃষিকে ঘিরে গড়ে ওঠা অর্থনীতি। জলবায়ু পরিবর্তনজনিত অভিঘাত মোকাবিলা করে তাদের যে অসামান্য অবদান, তা স্বীকার করার ক্ষুদ্র প্রয়াস এই স্ট্যান্ডার্ড চার্টার্ড ও চ্যানেল আই আগ্রো অ্যাওয়ার্ড। দশম আসরে যুক্ত হচ্ছে সেরা ছাদকৃষক ক্যাটাগরি। আমাদের বিশ্বাস এটি ছাদকৃষি তথা নগরকৃষি কার্যক্রমকে বেগবান করবে। আমাদের শহরকে বাসযোগ্য করে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আগামী ১৫ জুলাই পর্যন্ত অ্যাগ্রো অ্যাওয়ার্ডের বিভিন্ন ক্যাটাগরিতে মনোয়ন গ্রহণ চলবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।

এনএইচ/এমআইএইচএস/জেআইএম

Read Entire Article