দাবানলে প্রাণহানির সর্বশেষ

4 hours ago 5

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে চলমান দাবানলে এ পর্যন্ত অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। লস অ্যাঞ্জেলেস কাউন্টি মেডিকেল এক্সামিনার এ তথ্য নিশ্চিত করেছেন। 

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, প্যালিসেডস ফায়ারে ৯ জন ও ইটন ফায়ারে ১৬ জন প্রাণ হারিয়েছেন। গত সপ্তাহে শুরু হওয়া এসব দাবানল দ্রুত ছড়িয়ে পড়েছিল।  দমকল বাহিনী এখনো দাবানল ঠেকানোর চেষ্টা করছে। 

বর্তমানে  প্রায় ৮ হাজার ৫০০ দমকল কর্মী দাবানল নিয়ন্ত্রণে কাজ করছেন। এর মধ্যে রয়েছে সাতটি অঙ্গরাজ্যের ও দুটি বিদেশি রাষ্ট্রের বাহিনী। তবে, এই দাবানলের তীব্রতা এতটাই ভয়াবহ যে, এরই মধ্যে ওয়াশিংটন ডিসির সমপরিমাণ এলাকা পুড়ে গেছে। গত এপ্রিল থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি না হওয়ায় পাহাড়ি ঝোপঝাড়গুলো অত্যন্ত শুষ্ক হয়ে গেছে। ফলে আগুনের বিস্তার আরও বাড়ছে। 

এছাড়া, মরুভূমি থেকে ধেয়ে আসা স্যান্টা অ্যানা বাতাসে দাবানল আরও ছড়াচ্ছে। এ পরিস্থিতি বুধবার পর্যন্ত বজায় থাকার আশঙ্কা রয়েছে। 

তবে, দমকল বাহিনীর প্রচেষ্টায় কিছু এলাকায় আগুনের ওপর নিয়ন্ত্রণ বাড়ানো সম্ভব হয়েছে। প্যালিসেডসে আগুনের নিয়ন্ত্রণ ১৭ শতাংশে উন্নীত হয়েছে। এর পাশাপাশি, নতুন দাবানল শুরুর পর দ্রুত আগুন নিভিয়ে ফেলার কাজ চলছে।

Read Entire Article