দাবানলে ৬০ লাখের বেশি মানুষ মারাত্মক ঝুঁকিতে

3 hours ago 6
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে চলমান দাবানল ভয়াবহ অবস্থায় পৌঁছেছে। বর্তমানে ৬০ লাখেরও বেশি মানুষ মারাত্মক ঝুঁকিতে রয়েছে। দক্ষিণ ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস, আনাহেইম, রিভারসাইড, স্যান বারনারডিনো ও অক্সনার্ড এ পরিস্থিতির মধ্যে রয়েছে। এ অবস্থায় স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা ও জীবন বাঁচাতে জরুরি পদক্ষেপ নিতে হচ্ছে। খবর সিএনএন। দাবানলে এখন পর্যন্ত অন্তত ২৫ জনের প্রাণহানি হয়েছে। এছাড়া আরও অনেক মানুষের জীবন ঝুঁকির মধ্যে রয়েছে। দাবানল নিয়ন্ত্রণে আনার জন্য শত শত দমকল কর্মী দিন-রাত এক করে কাজ করছেন। কিন্তু তীব্র বাতাস পরিস্থিতি আরও জটিল করে তুলছে। বিশেষ করে, আগামী কয়েক ঘণ্টার মধ্যে আরও শক্তিশালী বাতাসের পূর্বাভাস রয়েছে, যা দাবানলকে আরও ছড়িয়ে দিতে পারে। ক্যালিফোর্নিয়ার ইতিহাসে প্যালিসেডস ও ইটন দাবানল দুটি এখন সবচেয়ে বিধ্বংসী দাবানল হিসেবে চিহ্নিত হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তন ও দূষণের প্রভাবে এ আগুন আরও ভয়াবহ আকার ধারণ করেছে।
Read Entire Article