চার মাসের বেশি সময় হয়ে গেছে মারা গেছেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। ৬ জুলাই জাতীয় দাবা খেলতে খেলতেই তিনি ঢলে পড়েছিলেন মৃত্যুর কোলে।
জিয়ার মৃত্যুর পর তার স্ত্রী ও সন্তান পড়েছেন বিপাকে। ছেলে তাহসিন তাজওয়ার জিয়ার লেখাপড়া ও দাবা খেলা চালিয়ে যাওয়ার জন্য অনেকে সহায়তার আশ্বাস দিলেও সেভাবে কেউ বাস্তবায়ন করেননি।
এরই মধ্যে অবশ্য বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল প্রয়াত জিয়ার পরিবারকে ৫ লাখ টাকা দিয়েছেন। যুব ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন থেকে দেওয়া হচ্ছে দুই লাখ টাকা। শিগগিরই এই দুই লাখ টাকার চেক জিয়ার পরিবারের কাছে হস্তান্তর করবেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।
জাতীয় দাবার ১২তম রাউন্ডে গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান খেলছিলেন আরেক গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীবের বিপক্ষে। খেলার মধ্যেই পড়ে যান জিয়াউর রহমান। দ্রুত হাসপাতালে নেওয়ার পর মারা যান তিনি।
আরআই/এমএমআর/জেআইএম