দাম বাড়তে পারে সুইচ-সকেট-হোল্ডারের

3 months ago 57

২০২৪-২৫ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে শিল্পের কাঁচামালসহ বিভিন্ন পণ্যে শুল্ককর বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। কোনো শিল্পের কাঁচামালই আর শূন্য শুল্কে আমদানি করা যাবে না। এতে এসব পণ্যের দাম বাড়তে পারে। এর মধ্যে রয়েছে বিদেশি সুইচ, সকেট, হোল্ডার ইত্যাদি।

বৃহস্পতিবার (৬ জুন) জাতীয় সংসদে উত্থাপিত প্রস্তাবিত বাজেটে এ কথা জানান অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

অর্থমন্ত্রী বলেন, বর্তমানে দেশে মানসম্মত সুইচ ও সকেট উৎপাদিত হচ্ছে। কিন্তু সম্পূর্ণ তৈরি সুইচ সকেটের ন্যূনতম আমদানি মূল্য প্রকৃত আন্তর্জাতিক মূল্যের চেয়ে কম। এতে স্থানীয় শিল্প অসম প্রতিযোগিতার সম্মুখীন হচ্ছে। তাই বাজেটে সুইচ সকেটের যন্ত্রাংশ, সম্পূর্ণ সুইচ ও সম্পূর্ণ সকেটের ন্যূনতম দাম বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।

এনএইচ/এমএএইচ/জিকেএস

Read Entire Article