দায়িত্ব গ্রহণের আগেই অব্যাহতি চাইলেন প্রধান নির্বাচন কমিশনার
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের লক্ষ্যে গঠিত নির্বাচন কমিশনের প্রধান কমিশনার ড. ফেরদৌস রহমান দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন। নির্বাচন কমিশন গঠনের মাত্র এক দিনের মধ্যেই তিনি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে লিখিতভাবে অব্যাহতি চেয়ে চিঠি জমা দেন।
এ তথ্য নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. হারুন-অর-রশিদ বলেন, প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করেছেন। এখনো তাকে দায়িত্ব অর্পণ করে পত্র দিইনি। তবে এ বিষয়ে আলোচনা শেষে বিশ্ববিদ্যালয় প্রশাসনই সিদ্ধান্ত নেবে।
অব্যাহতি চাওয়ার বিষয়ে জানতে অধ্যাপক ড. ফেরদৌস রহমানের ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।
এর আগে গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ১১৬তম সিন্ডিকেট সভায় মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. ফেরদৌস রহমানকে প্রধান করে ছয় সদস্যের বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন কমিশন গঠন করা হয়।
কমিশনের সদস্য হিসেবে রয়েছেন পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. শাহজামান, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাসুদ রানা, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ড. মোহসীনা আহসান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. প্রদীপ কুমার সরকার এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক মো. হাসান আলী।
প্রতিষ্ঠার ১৭ বছরেও বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়নি। জুলাই আন্দোলনের পর ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। কয়েক দফা অবস্থান কর্মসূচি ও আমরণ অনশন শেষে গত ২৮ অক্টোবর রাষ্ট্রপতি ‘বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আইন, ২০০৯’-এ কেন্দ্রীয় ছাত্র সংসদ আইনের অনুমোদন দেন।

3 hours ago
6









English (US) ·