দারাজে ওরাইমো সুপার ব্র্যান্ড ডে: সেরা গ্যাজেটে অবিশ্বাস্য ছাড়, লুফে নিন আকর্ষণীয় দামে!
আপনার স্মার্ট লাইফস্টাইলকে আরেক ধাপে এগিয়ে নিতে অবিশ্বাস্য সুযোগ নিয়ে এলো দেশের সেরা অনলাইন মার্কেটপ্লেস দারাজ। গ্যাজেট লাভারদের জন্য দারাজে আয়োজন করা হয়েছে ‘সুপার ব্র্যান্ড ডে’ যেখানে এবার অংশ নিয়েছে জনপ্রিয় প্রিমিয়াম গ্যাজেট ব্র্যান্ড ওরাইমো। আর এই আয়োজনে ২১ থেকে ২৩ জুন পর্যন্ত ওরাইমো তাদের সেরা সব পণ্যে দিচ্ছে বিশাল ছাড়। অত্যাধুনিক ফিচার, দীর্ঘস্থায়ীত্ব এবং আস্থার অপর নাম ওরাইমো। আর দারাজের নির্ভরযোগ্য প্ল্যাটফর্মে এই অফারগুলো আপনার কেনাকাটার অভিজ্ঞতাকে করে তুলবে আরও সহজ এবং সাশ্রয়ী। জনপ্রিয় সঙ্গীতশিল্পী তাহসান-এর সাথে কো-ক্রিয়েটেড নতুন ওরাইমো ইয়ারবাডস এর পাশাপাশি ক্রেতারা পাচ্ছেন ওরাইমোর নির্দিষ্ট পণ্যে প্রায় ৫০% পর্যন্ত ছাড়! তাহলে চলুন দেখে নেওয়া যাক, দারাজের এই বিশেষ ইভেন্টে ওরাইমোর সেরা কিছু ডিল।
ওরাইমো ৩৩ ওয়াট জিএএন ফাস্ট চার্জার (৬০ ওয়াট টাইপ-সি ক্যাবল সহ)
ফোনের চার্জ নিয়ে আর কোনো দুশ্চিন্তা নয়! অত্যাধুনিক জিএএন প্রযুক্তি সম্বলিত এই ফাস্ট চার্জার আপনার ডিভাইসকে চার্জ করবে চোখের পলকে। স্মার্ট এবং কমপ্যাক্ট এই চার্জারটি এখন আপনার জন্য আরও সাশ্রয়ী মূল্যে পাচ্ছেন সুপার ব্র্যান্ড ডে তে।
নিয়মিত মূল্য: ১৯,৯৯৯ টাকা
ব্র্যান্ড ডে অফার মূল্য: মাত্র ১৬,৩৫২ টাকা
আপনার স্টাইলকে নতুন মাত্রা দিতে আজই বেছে নিন ওরাইমো ওয়াচ জিটি।
ওরাইমো ওয়াচ নোভা ভি (২.০১ ইঞ্চি এইচডি ডিসপ্লে)
যারা বড় স্ক্রিনের স্মার্টওয়াচ ভালোবাসেন, তাদের জন্য এটি একটি আদর্শ পছন্দ। ২.০১ ইঞ্চির বিশাল ও ঝকঝকে এইচডি ডিসপ্লেতে প্রতিটি নোটিফিকেশন এবং ওয়াচ ফেস হয়ে উঠবে আরও জীবন্ত। ভিডিও ওয়াচ ফেসের মতো আকর্ষণীয় ফিচার আপনার প্রতিদিনের স্টাইলে যোগ করবে নতুন মাত্রা।
নিয়মিত মূল্য: ৮,৯০০ টাকা
ব্র্যান্ড ডে অফার মূল্য: মাত্র ৬,৬৯৯ টাকা
পাওয়ারফুল এই পাওয়ার ব্যাংকটি ষ্টক শেষ হওয়ার আগেই কিনে নিন।
বিশেষ আকর্ষণ:
৫০% পর্যন্ত ছাড়: দারাজে ওরাইমোর বিশাল পণ্য সম্ভার থেকে খুজে নিন আপনার প্রয়োজনীয় গ্যাজেট। এবং নির্দিষ্ট পণ্যে উপভোগ করুন ৫০% পর্যন্ত ছাড়।
সর্বোচ্চ কেনাকাটায় আকর্ষণীয় পুরস্কার: এই তিন দিনের আয়োজনে যিনি সবচেয়ে বেশি মুল্যের ওরাইমো পণ্য কিনবেন, সেই ভাগ্যবান ক্রেতার জন্য থাকছে স্পেসবাড নিও+ তাহসান টিউনড এএনসি ইন-ইয়ার ট্রু ওয়্যারলেস ইয়ারবাডস।
কেন দারাজের ‘সুপার ব্র্যান্ড ডে’ থেকেই কিনবেন?
সেরা দামের গ্যারান্টি: এটি দারাজে ওরাইমোর অফিশিয়াল ক্যাম্পেইন হওয়ায়, আপনি পাচ্ছেন সেরা দামে অথেনটিক পণ্য কেনার নিশ্চয়তা।
নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম: দারাজের মতো বিশ্বস্ত প্ল্যাটফর্ম থেকে কেনাকাটা করায় পণ্যের গুণমান ও বিক্রয়োত্তর সেবা নিয়ে আপনি থাকবেন নিশ্চিন্ত।
সুবিধাজনক কেনাকাটা: ঘরে বসেই কয়েকটি ক্লিকে আপনার পছন্দের গ্যাজেট অর্ডার করুন এবং দ্রুততম সময়ে ডেলিভারি পান।
এই অবিশ্বাস্য অফার চলবে শুধুমাত্র ২১ থেকে ২৩ জুন পর্যন্ত। স্টক ফুরিয়ে যাওয়ার আগেই আপনার পছন্দের ওরাইমো গ্যাজেটটি লুফে নিন শুধু দারাজ থেকে। এছাড়াও ওরাইমোর সকল পণ্য দেখতে ক্লিক করুন।