দাহ করার আগ মুহূর্তে জেগে উঠলেন নারী

2 hours ago 2

দাহ করার আগ মুহূর্তে জেগে উঠেছেন ৮৬ বছরের এক বৃদ্ধা। এ ঘটনায় যারা দাহ কাজে এসেছিলেন তারা থমকে যান। শ্মশানজুড়ে ছড়িয়ে পড়ে উদ্বেগ-উত্তেজনা।

ভারতের ওড়িশা রাজ্যের পুরীতে এ ঘটনা ঘটে। সোমবার (১৫ সেপ্টেম্বর) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও ইন্ডিয়া টুডে।

জানা গেছে, অন্ধ্র প্রদেশের বাসিন্দা পি. লক্ষ্মী মেয়ের জামাইয়ের বাড়ি গঞ্জাম জেলার পোলাসারা এলাকায় বেড়াতে এসেছিলেন। সেখানে তিনি অসুস্থ বোধ করছিলেন। হঠাৎ তিনি জ্ঞান হারালে কান্নার রোল পড়ে যায়। উপস্থিত স্বজনরা তার জ্ঞান ফেরানোর চেষ্টা করেন। তাতে চোখ না খোলায় সবাই ধরেই নিয়েছিলেন তিনি মারা গেছেন। এমনকি ওই সময় বৃদ্ধা শ্বাসপ্রশ্বাসও নিচ্ছিলেন না বলে দাবি স্বজনদের। 

স্থানীয়রা জানান, বৃদ্ধা মারা গেছে বলে তাদের খবর দেওয়া হয়। স্বজনদের সহযোগিতায় তাকে পুরীর স্বর্গদ্বার শ্মশানে দাহ করার জন্য নিয়ে যাওয়া হয়। কিন্তু শ্মশানে আনুষ্ঠানিকতা চলাকালে নিরাপত্তারক্ষী ও কর্মীরা লক্ষ্য করেন, তিনি শ্বাস নিচ্ছেন।

স্বর্গদ্বারের ম্যানেজার ব্রজ কিশোর সাহু জানান, পরিবার মৃত্যুসনদ ছাড়াই বৃদ্ধাকে দাহ করতে আনেন। আমরা আপত্তি জানাই এবং মৃত্যুসনদ আনতে বলি। এ নিয়ে কথাবার্তার একপর্যায়ে নিরাপত্তারক্ষী বুঝতে পারেন ওই নারী আসলে শ্বাস নিচ্ছেন। পরে স্বর্গদ্বারের কর্মীরা অ্যাম্বুলেন্স ডেকে তাকে পুরী হাসপাতালে ভর্তি করান। 

হাসপাতালের চিকিৎসক জানান, ওই নারীর হৃদযন্ত্র ও কিডনি সচল থাকলেও মস্তিষ্ক সাড়া দিচ্ছে না। তার অবস্থা আশঙ্কাজনক। চিকিৎসকরা তাদের সর্বোচ্চটা দিয়ে কাজ করছেন। 

Read Entire Article