দায়িত্ব গ্রহণের পর যে বার্তা দিলেন শিবিরের নতুন সভাপতি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৬ সেশনের কেন্দ্রীয় সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন নুরুল ইসলাম সাদ্দাম। দায়িত্ব গ্রহণের পর শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন তিনি। ওই পোস্টে নুরুল ইসলাম সাদ্দাম বলেন, ‘হে রব্বে কারিম! শহীদের রেখে যাওয়া প্রিয় এই কাফেলার বিশাল দায়িত্বপালন আমাদের জন্য সহজ করে দাও।’ তার ওই পোস্টে মন্তব্য করেছেন শিবিরের বিদায়ী সভাপতি জাহিদুল ইসলাম। নুরুল ইসলাম সাদ্দামের উদ্দেশে তিনি বলেছেন, ‘আপনার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা। আল্লাহ আপনার নেতৃত্বে প্রিয় কাফেলাকে অনেক সামনে এগিয়ে নেবে ইনশাআল্লাহ।’ এর আগে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ছাত্রশিবিরের সদস্য সম্মেলন তাকে নির্বাচিত করা হয়। এ ছাড়া সেক্রেটারি সেক্রেটারি জেনারেল মনোনীত হন সিবগাতুল্লাহ সিবগা। জানা গেছে, নবনির্বাচিত শিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দামের বাড়ি খুলনার সোনাডাঙ্গা উপজেলায়। তিনি দারুল কোরআন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা, খুলনা থেকে দাখিল ও আলিম পাস করেন। এরপর ভর্তি হন খুলনা বিশ্ববিদ্যালয়ে। সেখান থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর সম

দায়িত্ব গ্রহণের পর যে বার্তা দিলেন শিবিরের নতুন সভাপতি
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৬ সেশনের কেন্দ্রীয় সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন নুরুল ইসলাম সাদ্দাম। দায়িত্ব গ্রহণের পর শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন তিনি। ওই পোস্টে নুরুল ইসলাম সাদ্দাম বলেন, ‘হে রব্বে কারিম! শহীদের রেখে যাওয়া প্রিয় এই কাফেলার বিশাল দায়িত্বপালন আমাদের জন্য সহজ করে দাও।’ তার ওই পোস্টে মন্তব্য করেছেন শিবিরের বিদায়ী সভাপতি জাহিদুল ইসলাম। নুরুল ইসলাম সাদ্দামের উদ্দেশে তিনি বলেছেন, ‘আপনার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা। আল্লাহ আপনার নেতৃত্বে প্রিয় কাফেলাকে অনেক সামনে এগিয়ে নেবে ইনশাআল্লাহ।’ এর আগে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ছাত্রশিবিরের সদস্য সম্মেলন তাকে নির্বাচিত করা হয়। এ ছাড়া সেক্রেটারি সেক্রেটারি জেনারেল মনোনীত হন সিবগাতুল্লাহ সিবগা। জানা গেছে, নবনির্বাচিত শিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দামের বাড়ি খুলনার সোনাডাঙ্গা উপজেলায়। তিনি দারুল কোরআন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা, খুলনা থেকে দাখিল ও আলিম পাস করেন। এরপর ভর্তি হন খুলনা বিশ্ববিদ্যালয়ে। সেখান থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদে মানবসম্পদ ব্যবস্থাপনায় পেশাদার স্নাতকোত্তর ডিগ্রিতে অধ্যয়নরত। সভাপতি হওয়ার আগে সাদ্দাম সর্বশেষ দলটির সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করছেন। তার আগে তিনি কেন্দ্রীয় দপ্তর সম্পাদক (২০২৪), কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক (২০২৩), কেন্দ্রীয় পরিকল্পনা ও উন্নয়ন সচিব (২০২২), কেন্দ্রীয় শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন সচিব (২০২০-২১) এবং খুলনা সিটির সভাপতি (জানুয়ারি ২০১৯ - জুলাই ২০২০) হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া সিবগাতুল্লাহ ২০২৫ সেশনে ছাত্রশিবিরের দপ্তর সম্পাদক ছিলেন। এর আগে তিনি ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এবং ক্রমান্বয়ে কেন্দ্রীয় শিক্ষা, প্রকাশনা ও সাহিত্যসহ আরও দুটি সম্পাদকীয় পদে দায়িত্ব পালন করেন। সিবগাতুল্লাহ সিবগা জুলাই গণঅভ্যুত্থানে বিশেষ ভূমিকার জন্য বারবার আলোচনায় আসেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow