দায়িত্ব পেলে মালিক নয়, সেবক হিসেবে কাজ করবে জামায়াত

2 weeks ago 18

জামায়াতে ইসলামী দেশের দায়িত্ব পেলে মালিক হবে না, সেবক হিসেবে কাজ করবে বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘সাবেক কৃষি ও শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী ও সমাজ কল্যাণ মন্ত্রী আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ দেখিয়ে গেছেন কীভাবে সততা ও স্বচ্ছতার সঙ্গে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে হয়। কিন্তু তাদের অন্যায়ভাবে মিথ্যা অভিযোগে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে। অচিরেই এসব হত্যাকাণ্ডের অভিযোগ মিথ্যা প্রমাণিত হবে ইনশা আল্লাহ।’

শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউশন বাংলাদেশ-এ ফোরামের সভাপতি প্রফেসর এ টি এম মাহবুব ই এলাহী তাওহিদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হলে ঈমানদাররা বসে থাকবে না বলে উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, যাদের ঈমান আছে তারাই যোদ্ধা। এ দেশের সব যোদ্ধা সব ফ্রন্টেই যুদ্ধ করবে, ইনশা আল্লাহ।

তিনি আরও বলেন, কৃষি বাঁচলে দেশ বাঁচবে। কৃষিকে এগিয়ে নেওয়ার জন্য মেধাবীদের কাজে লাগাতে হবে। দলীয় ক্যাডার নিয়োগ না দিয়ে মেধাবীদের নিয়োগ দিতে হবে। যেসব মেধাবী বিদেশে আছে তাদের দেশে এনে কাজ করার পরিবেশ তৈরি করে দিতে হবে।

তিনি আরও বলেন, মানুষের চারটি অধিকার নিশ্চিত করতে হবে। তাদের জীবন, সম্পদ, ইজ্জত ও রিজিক। এগুলো নিশ্চিত করাই রাজনীতিবিদদের কাজ। এই সব অধিকার আমরা হরণ করতে দেব না।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, মতিউর রহমান নিজামীর সন্তান ব্যারিস্টার নাজিব মোমেন।

অনুষ্ঠানটি উদ্বোধন করেন সফওয়ান আখতার সদ্যের বাবা ডা. আক্তারুজ্জামান লিটন এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন মিজানুর রহমান। আরও বক্তব্য রাখেন মোশাররফের হোসেনসহ অনেকে।

এএএম/এমআইএইচএস

Read Entire Article