দায়ের কোপে মা-ভাইকে হত্যা

2 days ago 13

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় পারিবারিক দ্বন্দ্বে দায়ের কোপে মা ও ভাইকে হত্যা করেছেন মাওলানা ইয়াছিন। 

বৃহস্পতিবার (৩ এপ্রিল) উপজেলার ভূজপুর ইউনিয়নে ফকিরা বনের ভোলা গাজীর বাড়িতে এ ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা যায়, জমি নিয়ে ছোট ভাই মুহাম্মদ মাসুমের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে মাওলানা ইয়াছিনের। গত বৃহস্পতিবার বিকেলে রান্নাঘরে পাতার বস্তা রাখা নিয়ে ইয়াছিনের স্ত্রীর সঙ্গে মাসুমের ঝগড়া হয়। তখন ইয়াছিন বাড়িতে ছিলেন না। পরে স্ত্রীর কাছে শুনে ক্ষিপ্ত হয়ে ওঠেন তিনি। একপর্যায়ে ধারালো দা দিয়ে ছোট ভাই মাসুম ও বৃদ্ধ মা জুলেখা খাতুনকে কুপিয়ে গুরুতর জখম করেন। 

পরে প্রতিবেশীরা এসে তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার মাসুম এবং গতকাল রোববার জুলেখা খাতুন মারা যান। 

ভূজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এএইচএম শাহজাহান চৌধুরী শিপন কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এ বিষয়ে ভূজপুর থানার ওসি মাহবুবুল হক কালবেলাকে জানান, ঘটনার পর থেকে ইয়াছিন পলাতক। তাকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

Read Entire Article