দিনভর বিরতিহীন ভারি বর্ষণ, পাহাড়ধসের শঙ্কা

1 month ago 7

‎কক্সবাজারের পেকুয়ায় দিনভর বিরতিহীন ভারি বর্ষণ অব্যাহত রয়েছে। অতি বৃষ্টির কারণে উপজেলার পাহাড়ি অঞ্চলে পাহাড়ধসের শঙ্কায় রয়েছেন স্থানীয়রা।

‎উজান থেকে নেমে আসা মাতামুহুরি নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় যে কোনো সময় উপজেলার সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেহেরনামা বাগগুজারা বেড়িবাঁধ ভাঙনের সৃষ্টি হয়ে প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসী।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী ৯ জুলাই পর্যন্ত ভারি থেকে অতিভারি বৃষ্টিপাত থাকতে পারে, এ কারণে কক্সবাজারসহ পার্বত্য এলাকায় পাহাড়ধসের আশঙ্কা রয়েছে।

‎এদিকে বৈরী আবহাওয়া অব্যাহত থাকায় কক্সবাজারসহ দেশের চার সমুদ্রবন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রেখেছে আবহাওয়া অধিদপ্তর। ‎টানা বৃষ্টির কারণে উপজেলার নির্মাঞ্চলের গ্রামীণ সড়কে পানি উঠে যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে।

‎কক্সবাজার আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, সোমবার (৭ জুলাই) সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কক্সবাজারে ৮০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

‎পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী কালবেলাকে জানান, ভারি বৃষ্টিপাতের কারণে পাহাড়ধসের শঙ্কায় বিশেষ সর্তকতা করতে  বারবাকিয়া, টইটং ও শিলখালী ইউনিয়নে মাইকিং করা হয়েছে। জমিতে বৃষ্টির কারণে পানি বেড়ে গেলেও এখনো জলাবদ্ধতা সৃষ্টি হয়নি। যে কোনো দুর্যোগ মোকাবিলায় সিপিপি স্বেচ্ছাসেবক ও ফায়ার সার্ভিসের টিম প্রস্তুত রাখা হয়েছে।

Read Entire Article