দিনাজপুর জেলা প্রশাসকের বাসভবনে বজ্রপাতের ঘটনা ঘটেছে। এতে বাসভবনের ক্ষয়ক্ষতি হলেও কোনো হাতাহতের ঘটনা ঘটেনি।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৩টা ৫২ মিনিটে বজ্রপাতের এ ঘটনা ঘটে।
বজ্রপাতে পাওয়ার কন্ট্রোল রুমের এমসিবি বা পাওয়ার বোর্ড ও অনেকগুলো ইলেকট্রিক ক্যাবল পুড়ে গেছে।
দিনাজপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আমিনুল ইসলাম বলেন, জেলা প্রশাসকের বাসভবনের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মচারীদের কেউ ৩টা ৫২ মিনিটে ফায়ার সার্ভিসে কল করেন। খবর পেয়ে আমরা দ্রুত পানিবাহী ও উদ্ধারকারী গাড়ি নিয়ে ঘটনাস্থলে আসি। তবে আমরা আসার আগেই নিরাপত্তাকর্মীরা আগুন নিভিয়ে ফেলেন।
বজ্রপাতে শর্টসার্কিট হয়ে তার পুড়ে গেছে বলেও জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
এনামুল নামের একজন পথচারী বলেন, প্রথমে জেলা প্রশাসক বাসভবনের সামনে ট্রান্সমিটারে পরে বাড়ির ভেতরে আগুন দেখতে পাই। বিকট শব্দে বজ্রপাতের ঘটনা ঘটে।
এমদাদুল হক মিলন/এসআর/জেআইএম