দিনাজপুর শিক্ষাবোর্ডের প্রধান গেটে তালা, স্মারকলিপি প্রদান

3 days ago 4

এইচএসসির ফলাফল বাতিলের দাবিতে দিনাজপুর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের প্রধান গেটের সামনে গণমিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। এসময় শিক্ষাবোর্ডের প্রধান গেটে তালা ঝুলিয়ে কর্মকর্তা কর্মচারিদেরকে তিনঘণ্টা অবরুদ্ধ রাখেন তারা।

পরে সেনাবাহিনীর সহযোগিতায় বোর্ডের চেয়ারম্যানকে স্বারকলিপি দিয়ে বিকেল ৪টার সময় তারা খুলে দেয়।

দিনাজপুর শিক্ষাবোর্ডের প্রধান গেটে তালা, স্মারকলিপি প্রদান

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, প্রকাশিত ফলাফল বৈষম্যমূলক। তারা সব বিষয়ের ওপর সাবজেক্ট ম্যাপিং করে ফলাফল চান। এসএসসি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই সেই সাবজেক্ট ম্যাপিংয়ের দাবি জানান তারা।

এর আগে রোববার (২০ অক্টোবর) বেলা ১১টায় শিক্ষাবোর্ডের সামনে শিক্ষার্থীরা অবস্থান নেয়। এসময় শিক্ষাবার্ড কর্তৃপক্ষ গেট আটকে দেয়। পরে শিক্ষার্থীরা চেয়ারম্যানকে স্বারকলিপি দিতে চাইলে কর্তৃপক্ষ শিক্ষার্থীকে ভেতরে ঢুকতে দেয়নি। এক পর্যায কতিপয় স্টাফ তাদের সঙ্গে অকথ্য ভাষায় কথা বলে। এতে শিক্ষার্থীরা ক্ষিপ্ত হয়ে গেটে তালা ঝুলিয়ে দেয়। বিকেল ৩টার দিকে সেখানে সেনা সদস্যরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে। একপর্যায়ে সেনা সদস্যের সহযোগিতায় শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল বোর্ডের চেয়ারম্যানকে স্বারকরিপি দেয়্

বোর্ড চেয়ারম্যান প্রফেসর স ম আব্দুস সামাদ আজাদ জানান, স্বারকলিপি আন্তঃবোর্ড চেয়ারম্যানের কাছে পাঠানো হয়েছে। সেখান থেকে যা সিদ্ধান্ত আসবে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এমদাদুল হক মিলন/এএইচ/জিকেএস

Read Entire Article