দিনাজপুরে আকাশমণি-ইউক্যালিপটাস গাছ ধ্বংসে অভিযান

2 months ago 6

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জে দুই নার্সারিতে অভিযান চালিয়েছে প্রশাসন। ২০২৪-২৫ অর্থবছরের কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় ক্ষতিকর প্রজাতির গাছ আকাশমনি ও ইউক্যালিপটাস ধ্বংসে এ অভিযান চালানো হয়।

মঙ্গলবার (১ জুলাই) দুপুরে যৌথভাবে এ অভিযান পরিচালনা করে বোচাগঞ্জ উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল হুদা। এসময় উপস্থিত ছিলেন বোচাগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নয়ন কুমার সাহা।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নয়ন কুমার সাহা জানান, উপজেলায় বর্তমানে ৩৩টি নার্সারি রয়েছে, যার মধ্যে ২২টি নার্সারি নিবন্ধিত। এসব নার্সারিকে গাছপ্রতি চার টাকা হারে প্রণোদনা দেওয়া হবে।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল হুদা বলেন, খোলা বাজারে ইউক্যালিপটাস ও আকাশমনি গাছ বিক্রি করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের এ বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে।

নিবন্ধনহীন নার্সারিকে কোনোভাবে প্রণোদনা দেওয়া হবে না এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, ক্ষতিকর উদ্ভিদ অপসারণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

চলতি বছরের ১৫ মে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে আকাশমনি গাছের চারা রোপণ, উত্তোলন ও বিক্রি নিষিদ্ধ করা হয়। এসব আগ্রাসী প্রজাতির গাছের চারার পরিবর্তে দেশি প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করে বনায়ন করতে বলা হয়।

এমদাদুল হক মিলন/এসআর/এএসএম

Read Entire Article