দিনাজপুরে ‘টেস্টি ট্রিট’র আউটলেট উদ্বোধন

3 months ago 24

ভোক্তাদের কাছে কেক ও পেস্ট্রিসহ বেকারিসামগ্রী পৌঁছে দিতে দিনাজপুরে যাত্রা শুরু করলো ‘টেস্টি ট্রিট’।

বুধবার (১২ জুন) সকালে গোর-এ শহীদ ঈদগাহ ময়দানের সামনে আউটলেটটির উদ্বোধন করেন দিনাজপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আবু তৈয়ব আলী দুলাল।

এসময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সভাপতি এস এস শামিম আলম সরকার বাবু, সাধারণ সম্পাদক এনাম উল্লাহ জ্যামী, টেস্টি ট্রিটের চিফ অপারেটিং অফিসার ইব্রাহিম খলিল, অপারেশন ম্যানেজার মানোয়ার হোসেন, প্রাণ গ্রুপের বিএমএল কারখানার জিএম জাকারিয়া হোসেন, টেস্টি ট্রিটের সহকারী ব্র্যান্ড ম্যানেজার আরিফ মাহমুদ শাওন ও আউটলেট ডেভেলপমেন্ট ম্যানেজার মো. হাসানুজ্জামান।

দিনাজপুরে ‘টেস্টি ট্রিট’র আউটলেট উদ্বোধন

আউটলেটটিতে পাওয়া যাবে জন্মদিন ও বিশেষ অনুষ্ঠানের কেক, ফ্রুট কেক, প্লেন কেক, স্পেশাল পাউন্ড কেক ছাড়াও বিভিন্ন স্বাদ ও ডিজাইনের পেস্ট্রির সমাহার।

ফাস্টফুড সামগ্রীর মধ্যে রয়েছে হট ডগ, পিৎজা পাফ, চিলি চিকেন রোল, ভেজিটেবল রোল, চিকেন পাফ, শিঙাড়া-সমুচা ইত্যাদি।

দিনাজপুরে ‘টেস্টি ট্রিট’র আউটলেট উদ্বোধন

উদ্বোধনী অনুষ্ঠানে দিনাজপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আবু তৈয়ব আলী দুলাল বলেন, প্রাণ এমনই একটি ব্র্যান্ড যা এরইমধ্যে মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করেছে। বিশেষ করে তাদের খাদ্যসামগ্রী শুধু বাংলাদেশে নয়, দেশের সীমানা ছাড়িয়ে বিভিন্ন দেশে সুনাম অর্জন করেছে। স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশনের মাধ্যমে টেস্টি ট্রিট খুব শিগগির মানুষের প্রত্যাশা পূরণ করতে সক্ষম হবে বলে আশা করি।

টেস্টি ট্রিটের চিফ অপারেটিং অফিসার ইব্রাহিম খলিল বলেন, সুলভ মূল্যে ভোক্তাদের কাছে টেস্টি ট্রিটের সেবা পৌঁছে দেওয়াই আমাদের প্রধান লক্ষ্য। আউটলেটটিতে জন্মদিন, বিভিন্ন উৎসব বা বিশেষ দিন উদযাপনের কেক অর্ডার নেওয়া ও হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে বলে জানান তিনি।

এমদাদুল হক মিলন/এসআর/জেআইএম

Read Entire Article