দিনাজপুরে তাপমাত্রা নামল ১৪ ডিগ্রিতে
উত্তরের জেলা দিনাজপুরে বাড়তে শুরু করেছে শীতের প্রকোপ। সকালের হিম বাতাসে বাড়তে শুরু করছে শীতের অনুভব। ভোরের কুয়াশায় শুভ্র শিশির দোল খাচ্ছে ঘাসের ডগায়। আগের থেকে তাপমাত্রা নেমে বাড়ছে শীতের অনুভব।
মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল ৯টায় ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে দিনাজপুর আবহাওয়া অফিস। এর আগে সোমবার তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, কয়েক দিনের তুলনায় ঘন কুয়াশা না থাকলেও শীতের মাত্রাটা বেড়েছে কিছুটা। দিনমজুর, দোকানদার, ভ্যানচালক কাজে বেরিয়েছেন সকাল সকাল। নবান্নের ধান ক্ষেতে ছুটছেন কৃষকরা। ধান কাটা ও মাড়াই নিয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষাণীরাও।
সকালে চায়ের দোকানদার শাহিনুর কালবেলাকে বলেন, ঠান্ডা পড়েছে। কয়েকদিন থেকে শীত অনুভূত হচ্ছে। সন্ধ্যার পর থেকেই ঠান্ডা বাতাসে শীত লাগতে শুরু করে। গরম কাপড় পরে আসতে হয়েছে।
এদিকে এখনো পুরোপুরিভাবে শীত না পড়ায় দিনে গরম ও রাতে হালকা শীতের কারণে বেড়েছে ঠান্ডাজনিত বিভিন্ন রোগব্যাধি। খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশু ও বয়স্করা সর্দি, কাশি, নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন।
দিনাজপুরের আবহাওয়া অফিসের অফিসার ইনচার্জ মো. তোফাজ্জল হোসেন কালবেলাকে বলেন, জেলায় শীত পড়েছে। ভোর থেকে কুয়াশা দেখা যাচ্ছে। মঙ্গলবার সকালে চূড়ান্ত সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।