দিনাজপুরে নদীতে কিশোর ও পুকুরে ডুবে শিশুর মৃত্যু

3 months ago 11

দিনাজপুরে চিরিরবন্দরে পুকুরে ডুবে আব্দুল্লাহ (৩) নামে এক শিশু ও সদরে নদীতে গোসলে নেমে মমিনুল (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

রোববার (৮ জুন) দুপুরে এসব দুর্ঘটনা ঘটে।

জানা যায়, রোববার দুপুর ১২টার দিকে কিশোর মমিনুল ইসলামসহ তার কয়েকজন বন্ধু সদর উপজেলার আত্রাই নদীর রাবার ড্যামে গোসলে করতে যায়। বন্ধুরা মিলে রাবার ড্যামে গোসলে নামার পর মমিনুল ইসলাম নিখোঁজ হয়। পরে দিনাজপুর জেলার ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ চালিয়ে খুঁজে না পেলে রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরিকে ডাকা হয়। পরে রংপুরের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল এসে সন্ধ্যা ৭টার দিকে তারনদী থেকে তার মরদেহ উদ্ধার করে। মমিনুল শহরের ফুলবাড়ী বাসস্ট্যান্ড এলাকার ভোলা মিয়ার ছেলে।

দিনাজপুরে নদীতে কিশোর ও পুকুরে ডুবে শিশুর মৃত্যু

অপরদিকে দুপুরে চিরিরবন্দর উপজেলার থানাপাড়া গ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে শিশু আব্দুল্লাহ মারা যায়। তারা রাজধানীর জুরাইনের বাসিন্দা। তার বাবা মাসুদ রানা সৌদি প্রবাসী।

স্থানীয়রা জানান, ঈদ উপলক্ষে আব্দুল্লাহর মা রুমি আক্তার বড় ছেলে রেদোয়ান ও ছোট ছেলে আব্দুল্লাহকে নিয়ে বাবার বাড়িতে এসেছিলেন। দুপুরে খেলতে গিয়ে পরিবারের অসতর্কতার কারণে আব্দুল্লাহ বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে উদ্ধার করে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সেখান থেকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দিনাজপুর কোতোয়ালী থানার এসআই মুকুল নদীতে ডুবে কিশোর ও পুকুরে ডুবে শিশুর মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

এমদাদুল হক মিলন/এমএন/এমএস

Read Entire Article