দিনাজপুরে বিএনপির মিছিলে ককটেল বিস্ফোরণ, আহত ৩

2 hours ago 5

দিনাজপুরের ফুলবাড়ীতে বিএনপির বিক্ষোভ মিছিলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টায় ফুলবাড়ী উপজেলার ছোট যমুনা ব্রিজের মুখে বিএনপির বিক্ষোভ মিছিলে পরপর ছয়টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

এই ঘটনায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ চৌধুরী খোকন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদত আলী সাহাজুল ও পৌর যুবদল কর্মী নুরন্নবী বকুল আহত হয়েছেন। ঘটনার প্রতিবাদে বুধবার (৫ ফেব্রুয়ারি) বিক্ষোভ মিছিল ডেকেছে উপজেলা যুবদল।

উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শিবলি সাদিক অভিযোগ করে বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের লিফলেট বিতরণ কর্মসূচির প্রতিবাদে বিএনপি শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি ছোট যমুনা ব্রিজের মুখে পৌঁছালে পরপর ছয়টি ককটেল বিস্ফোরণ ঘটে। এতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ চৌধুরী খোকন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদত আলী সাহাজুল ও পৌর যুবদল কর্মী নুরন্নবী বকুল আহত হয়েছেন। তাদেরকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়েছে।

উক্ত ঘটনায় দিনাজপুর জেলা যুবদলের সভাপতি আব্দুল মোন্নাফ মুকুল ও সাধারণ সম্পাদক মাসুদুল ইসলাম মাসুদ নিন্দা তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন।

১৯৯০ সালে স্বৈরাচারবিরোধী আন্দোলনে এরশাদ সরকারের পতনের পর থেকে কয়েক দফা ক্ষমতার পরিবর্তন ঘটলেও কোনো রাজনৈতিক কর্মসূচিতে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেনি দিনাজপুরে। দীর্ঘদিন পর রাজনৈতিক কর্মসূচিতে ককটেল বিস্ফোরণের ঘটনা নতুন করে ভাবিয়ে তুলেছে রাজনৈতিক অঙ্গনে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মহিব্বুল বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে। অতি দ্রুত মূল অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসা হবে।

এমদাদুল হক মিলন/এফএ/এএসএম

Read Entire Article