দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মোনায়েম হোসেন মিয়াকে (৩০) কে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২১ মার্চ) দুপুরে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
মনোয়ার হোসেন বীরগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি ও স্থানীয় আওয়ামী লীগ নেতা। তিনি বীরগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা চেয়ারম্যান পাড়ার ওয়াসেক মিয়ার ছেলে।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল গফুর বিষয়টি নিশ্চিত করে বলেন, চলতি বছরের ১৪ অক্টোবর বিএনপির দায়ের করা মামলার অজ্ঞাত আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে আদালতে প্রেরণ করা হবে।
এমদাদুল হক মিলন/এমএন/এএসএম