দিনাজপুরের বীরগঞ্জে হিমাগারে আলু সংরক্ষণে বাড়া বৃদ্ধিসহ পাঁচদফা দাবিতে মানববন্ধন করেছেন চাষি ও ব্যবসায়ীরা। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বিজয় চত্বরে সড়কে আলু ফেলে এ কর্মসূচি পালন করেন তারা।
উপজেলা আলু ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মো. আব্দুল মালেকর সভাপতিত্বে মানববন্ধনে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. জাকির হোসেন ধলু, আলু ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক হর সুন্দর বর্মণ, সহ-সভাপতি ও ভোগনগর ইউনিয়ন পরিষদের সদস্য শফিকুল ইসলাম, সুজালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. দেলোয়ার হোসেন, সুজালপুর ইউনিয়ন জামায়াতের আমির মো. জসিম উদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা জেমিয়ন রায় ও গণঅধিকার পরিষদ নেতা আব্দুর রহমানসহ প্রমুখ বক্তব্য রাখেন।
আলু চাষি কল্যাণ সমিতির সভাপতি মো. আব্দুল মালেক বলেন, হিমাগারে বস্তাপ্রতি (৭০ কেজি) আলু সংরক্ষণের জন্য ভাড়া নির্ধারণ করা হয় ৩২০ টাকা। কিন্তু এ বছর প্রতিকেজি আলু ভাড়া নির্ধারণ করা হয়েছে ৮ টাকা। তাই এ বছর আমাদের প্রতি কেজিতে অতিরিক্ত ভাড়া দিতে হচ্ছে।
ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে মহাসড়কে শত শত যানবাহন আটকে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফজলে এলাহী পাঁচদিনের মধ্যে পরিস্থিতি সমাধানের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন।
এমদাদুল হক মিলন/আরএইচ/জেআইএম