দিনাজপুরে ৩ ঘণ্টায় রোপণ করা হবে আট লাখ গাছ!

2 months ago 9

দিনাজপুরে তিন ঘণ্টায় আট লাখ গাছ রোপণের পরিকল্পনা নিয়েছে জেলা প্রশাসন।

মঙ্গলবার (১ জুলাই) দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা- ২০২৫ আয়োজনের প্রস্তুতি সভায় জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম উপরোক্ত তথ্য তুলে ধরেন।

সভায় জানানো হয়- ১৯ জুলাই সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত দিনাজপুর জেলায় আট লাখ গাছ রোপণ করা হবে। একই দিন বিকাল ৪টায় গোর-এ শহীদ ময়দানে ১০ দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করবেন জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম।

প্রস্তুতি সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রিয়াজ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. মোসফেকুর রহমান, সামাজিক বন বিভাগ দিনাজপুরের বিভাগীয় বন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন সরকার।

এমদাদুল হক মিলন/এএইচ/এএসএম

Read Entire Article