দিনাজপুরের ২০ গ্রামে ঈদ উদযাপন

4 months ago 43

সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোববার (১৬ জুন) ঈদ উদযাপন করেছে দিনাজপুরের বিরামপুর উপজেলার দুই ইউনিয়নের ২০ গ্রামের মুসল্লি। দুটি জামাতে পুরুষদের পাশাপাশি নারীরাও অংশ নেন। বিশৃঙ্খলা এড়াতে পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

এদিন সকাল পৌনে ৮টার দিকে উপজেলার জোতবানি ইউনিয়নের খরের বাড়ির মির্জাপুর মসজিদ এবং একই সময় আয়ড়া মোড় জামে মসজিদে জামাত দুটি হয়। দুই জামাতে ২০ গ্রামের ১২০ জন মুসল্লি নামাজ আদায় করেন।

খয়ের বাড়ি মসজিদে ইমামতি করেন দেলোয়ার হোসেন এবং আয়ড়া মোড় জামে মসজিদে ইলিয়াস হোসেন।

সরেজমিন খয়ের বাড়ি মির্জাপুর মসজিদে গিয়ে দেখা যায়, সময় হওয়ার আগেই দূর দূরান্তের গ্রামের মানুষগুলো কেউ ভ্যানে, কেউ সাইকেল, কেউ বা মোটরসাইকেল নিয়ে একত্রিত হয়েছে। নির্ধারিত সময়ে খয়ের বাড়ি মসজিদে দেলোয়ার হোসেনের ইমামতিতে নামাজ শুরু হয়।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার বলেন, সৌদি আরবের সঙ্গে মিল রেখে বিরামপুর উপজেলায় দুটি ইউনিয়নের দুটি জামাত অনুষ্ঠিত হয়েছে। পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। দুই জামাতে পুরুষ মুসল্লির পাশাপাশি নারী মুসল্লিরাও অংশগ্রহণ করেন। নামাজ শেষে মুসল্লিরা পশু কোরবানি করেন।

মো. মাহাবুর রহমান/এমআইএইচএস/এমএস

Read Entire Article