দিনে-দুপুরে বাড়ির ভেতর ঢুকে পড়ল বাঘ

দুপুরের তপ্ত রোদে উঠানে কাজ করছিলেন গ্রামবাসীরা। হঠাৎ চোখের সামনে সাক্ষাৎ যমদূত! বন-জঙ্গল ছেড়ে এবার লোকালয়ে ঢুকে পড়ল এক বিশাল ডোরাকাটা বাঘ। এটিকে লাঠিসোঁটা নিয়ে গ্রামবাসী তাড়াতে গেলেই বাধে বিপত্তি। একজনের ওপর ঝাঁপিয়ে পড়ে তাকে রক্তাক্ত করে বাঘটি সোজা ঢুকে পড়ে স্থানীয় একটি বাড়িতে। এরপর যা ঘটল, তা দেখে সবার চক্ষু চড়কগাছ। ঘরের ভেতর রাখা একটি কাঠের খাটিয়ার ওপর রাজার মতো আয়েশ করে আস্তানা গেড়ে বসল বাঘটি। রুদ্ধশ্বাস এই ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের বান্ধবগড় বাঘ সংরক্ষণ প্রকল্পের সীমানাঘেঁষা একটি গ্রামে। সোমবার সকাল থেকেই পানপথ বাফার জোন এলাকায় বাঘটিকে ঘুরতে দেখা যাচ্ছিল। দুপুরের দিকে সেটি গ্রামে ঢুকে আক্রমণ চালায় গোপাল কোল নামের এক তরুণের ওপর। বাঘের থাবায় তার পায়ে গুরুতর চোট লাগে। আক্রমণের পর বাঘটি দুর্গাপ্রসাদ দ্বিবেদী নামের এক বাসিন্দার শোবার ঘরে ঢুকে পড়ে এবং বিছানায় গিয়ে বসে থাকে। ভয়ে গ্রামজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই প্রাণ বাঁচাতে বাড়ির ছাদে আশ্রয় নেন। খবর পেয়ে বনকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। দীর্ঘ ৮ ঘণ্টার রুদ্ধশ্বাস চেষ্টার পর বাঘটিকে অচেতন করে উদ্ধার করা সম্ভব হয়। বর্তমানে আহত

দিনে-দুপুরে বাড়ির ভেতর ঢুকে পড়ল বাঘ

দুপুরের তপ্ত রোদে উঠানে কাজ করছিলেন গ্রামবাসীরা। হঠাৎ চোখের সামনে সাক্ষাৎ যমদূত! বন-জঙ্গল ছেড়ে এবার লোকালয়ে ঢুকে পড়ল এক বিশাল ডোরাকাটা বাঘ। এটিকে লাঠিসোঁটা নিয়ে গ্রামবাসী তাড়াতে গেলেই বাধে বিপত্তি। একজনের ওপর ঝাঁপিয়ে পড়ে তাকে রক্তাক্ত করে বাঘটি সোজা ঢুকে পড়ে স্থানীয় একটি বাড়িতে।

এরপর যা ঘটল, তা দেখে সবার চক্ষু চড়কগাছ। ঘরের ভেতর রাখা একটি কাঠের খাটিয়ার ওপর রাজার মতো আয়েশ করে আস্তানা গেড়ে বসল বাঘটি।

রুদ্ধশ্বাস এই ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের বান্ধবগড় বাঘ সংরক্ষণ প্রকল্পের সীমানাঘেঁষা একটি গ্রামে। সোমবার সকাল থেকেই পানপথ বাফার জোন এলাকায় বাঘটিকে ঘুরতে দেখা যাচ্ছিল।

দুপুরের দিকে সেটি গ্রামে ঢুকে আক্রমণ চালায় গোপাল কোল নামের এক তরুণের ওপর। বাঘের থাবায় তার পায়ে গুরুতর চোট লাগে। আক্রমণের পর বাঘটি দুর্গাপ্রসাদ দ্বিবেদী নামের এক বাসিন্দার শোবার ঘরে ঢুকে পড়ে এবং বিছানায় গিয়ে বসে থাকে। ভয়ে গ্রামজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই প্রাণ বাঁচাতে বাড়ির ছাদে আশ্রয় নেন।

খবর পেয়ে বনকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। দীর্ঘ ৮ ঘণ্টার রুদ্ধশ্বাস চেষ্টার পর বাঘটিকে অচেতন করে উদ্ধার করা সম্ভব হয়। বর্তমানে আহত যুবক কাটনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মানুষের বিছানায় বাঘের বসে থাকার সেই বিরল ভিডিওটি এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow