পার্থে বোর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ২৯৫ রানে হারিয়েছে ভারত। এবার সিরিজে সমতায় ফেরার লড়াই অস্ট্রেলিয়ার। আগামী ৬ ডিসেম্বর দ্বিতীয় টেস্টে ভারতীয়দের মুখোমুখি হবে অসিরা।
অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টটি হবে দিবারাত্রির। যে কারণে খেলা হবে গোলাপি বলে। আজ বৃহস্পতিবার সেই টেস্টের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া।
প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার স্কোয়াডে ছিল ১৩ ক্রিকেটার। এবার তাদের সঙ্গে যুক্ত হলেন আরও একজন। ক্যাঙ্গারু দলে নতুন করে অন্তর্ভুক্ত করা হয়েছে অলরাউন্ডার বিউ ওয়েবস্টারকে।
পার্থে প্রচুর বোলিংয়ের বাড়তি চাপ পড়েছিল অলরাউন্ডার মিচেল মার্শের উপর। অতিরিক্ত বোলিংয়ের কারণে ডানহাতি এই পেস অলরাউন্ডারের ফিটনেস ঝুঁকিতে পড়েছেন। বাড়তি সতর্কতাসরূপ মার্শের ব্যাক-আপ হিসেবেই মূলত ওয়েবস্টারকে স্কোয়াডে এনেছে অস্ট্রেলিয়া টিম ম্যানেজমেন্ট।
পার্থে ১৭ ওভার বল করা মার্শ যদি শেষ মুহূর্তে অ্যাডিলেড টেস্টে বাইরে থাকেন তাহলে ওয়েবস্টারের অভিষেক হতে পারে অস্ট্রেলিয়া দলে।
অস্ট্রেলিয়ার ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেট প্রতিযোগিতা শেফিল্ড শিল্ডে গেল দুই বছর ধরে অসাধারণ পারফর্ম করছেন ওয়েবস্টার। ৩০ বছর বয়সী এই অলরাউন্ডার ৫ সেঞ্চুরি ও ৯ ফিফটিতে রান করেছে ১ হাজার ৭৮৮। সর্বশেষ গত সপ্তাহে তাসমানিয়ার হয়ে ৬১ ও ৪৬ রানের ইনিংস খেলার পাশাপাশি বল হাতে ৫ উইকেট শিকার করেন ওয়েবস্টার।
ভারতের বিপক্ষেও খেলার অভিজ্ঞতার আছে ওয়েবস্টারের। সেটা ভারত এ দলের বিপক্ষে। সম্প্রতি দুই ম্যাচের আনঅফিসিয়াল টেস্ট সিরিজেও ভালো পারফর্ম করেন তিনি। ছিলেন দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। ৭২.৫০ গড়ে রান করেন ১৪৫।
শুধু ব্যাটিং নয়, মিডিয়াম পেসার হিসেবেও ভারতীয়দের বিপক্ষে ওয়েবস্টার দারুণ। এই সিরিজে ৭ উইকেট নিয়েছিলেন তিনি।
অ্যাডিলেড টেস্টে অস্ট্রেলিয়ার স্কোয়াড:
প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), জশ হ্যাজেলউড, ট্র্যাভিস হেড, জশ ইংলিস, উসমান খাজা, মারনাস লাবুশেন, নাথান লিয়ন, মিচেল মার্শ, নাথান ম্যাকসুইনি, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, বিউ ওয়েবস্টার।
এমএইচ/জিকেএস