দিলীপ কুমার ও রাজ কাপুরের জন্য যা চাইলেন সাইরা বানু

2 months ago 28

ভারতের বর্ষিয়ান অভিনেত্রী সাইরা বানু। তিনি দিলীপ কুমারের স্ত্রী। ১৬ ডিসেম্বর তিনি কথা বলেছেন দিলীপ কুমার ও রাজ কাপুরকে নিয়ে। ১৪ ডিসেম্বর ছিল রাজ কাপুরের ১০০তম জন্মদিন। এই উপলক্ষে তাকে নিয়ে এক আলাপচারিতায় অংশ নেন সাইরা বানু। সেখানে তিনি রাজ কাপুরকে অমূল্য রত্ন বলে অভিহিত করেছেন।

পাশাপাশি তিনি জোর দিয়ে বলেন, কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার ও রাজ কাপুরকে ভারতরত্ন, ভারতের সর্বোচ্চ সামরিক সম্মান দেওয়া উচিত। তিনি বলেন, ‘দিলীপ কুমার ও রাজ কাপুর শুধুমাত্র বিখ্যাত তারকা নন, তাদের কাজ এবং প্রভাব চলচ্চিত্রের জগতের ইতিহাসে অমর হয়ে থাকবে।’

‘তারা আমাদের চলচ্চিত্র শিল্পের মাইলফলক। দুজনেই নিজেদের অবস্থানে পথিকৃৎ ছিলেন এবং সিনেমার প্রতি তাদের ভালোবাসায় নিজেকে পুরোপুরি উৎসর্গ করেছিলেন। তাদের অবদান ভারতরত্ন দিয়ে আনুষ্ঠানিকভাবে স্বীকৃত হওয়া উচিত’- সাইরা বানু মন্তব্য করেন।

তিনি আরও বলেন, তাদের প্রভাব শুধুমাত্র বিনোদন জগতেই সীমাবদ্ধ নয় বরং তারা সিনেমা নির্মাতাদের, অভিনেতাদের এবং দর্শকদের কাছে অনুপ্রেরণার উৎস।

দিলীপ কুমার বলিউডে ‘ট্র্যাজেডি কিং’ রাজ কাপুর পরিচিত ছিলেন ‘শোম্যান’ নামে। তাদের অবদান শুধু তাদের অসাধারণ অভিনয়েই সীমাবদ্ধ নয় বরং তারা ভারতীয় সিনেমাকে একটি শিল্পরূপে প্রতিষ্ঠিত করেছেন বলেও মন্তব্য করেন সাইরা।

এলএ/জিকেএস

Read Entire Article