দিল্লির বিধানসভার নির্বাচনের দিনেই ত্রিবেণী সঙ্গমে স্নান করার সিদ্ধান্ত নেন মোদী। তাই বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালেই উত্তরপ্রদেশের প্রয়াগরাজে উপস্থিত হন তিনি।
প্রথমে স্পিড বোটে করে সঙ্গম স্থলের উদ্দেশ্যে রওনা দেন মোদী। তার সঙ্গে ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সেখানে তিনি ডুব দিয়ে স্নান করেন, পাশাপাশি বেশ কিছুক্ষণ ধরে প্রার্থনাও করেন।
এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে দেশটির একাধিক ভিআইপি এসেছেন মহাকুম্ভ মেলায়। তারা পূণ্য স্নানও করেছেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
তার আগমন ঘিরে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হয়। এমনকি সঙ্গমের যেখানে তিনি স্নান করলেন সেখানে কৃত্রিমভাবে ভাসমান ঘাটও তৈরি করা হয়েছে।
গত ৩০ জানুয়ারির মধ্যরাতে মৌনী আমাবস্যা উপলক্ষ্যে ভক্তদের ঢল নেমেছিল। কোটি কোটি ভক্ত মধ্যরাত থেকেই পবিত্র স্নানের জন্যে ভিড় করেন। কিন্তু ভয়াবহ দুর্ঘটনা ঘটে যায়। ৩০ জন মানুষ পদদলিত হয়ে প্রাণ হারান। এ জন্য কাঠগরায় তোলা হয় উত্তরপ্রদেশের প্রশাসনকে।
এদিকে পাঁচ বছর আগের তুলনায় আসন কমলেও দিল্লির বিধানসভায় টানা তৃতীয় বার ক্ষমতায় আসতে চলেছে অরবিন্দ কেজরিওয়ালের দল আম আদমি পার্টি (আপ)। বিভিন্ন জনমত জরিপে এমন ইঙ্গিত মিলছে।
কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহসহ বিজেপি নেতাদের পাল্টা দাবি, ২৮ বছর পরে আবার দেশের রাজধানীর দখল নিতে চলেছেন তারা। এই দাবি, পাল্টা দাবির মধ্যের বুধবার (৫ ফেব্রুয়ারি) ৭০টি বিধানসভা আসনে তাদের রায় দেবেন দিল্লিবাসী।
সূত্র: এনডিটিভি
এমএসএস